• facebook
  • twitter
Thursday, 21 November, 2024

শান্তিনিকেতনে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত কলেজ ছাত্রী

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাক্টরটিকে আটক করলেও তার চালক পালিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ট্রাক্টরটি এখন শান্তিনিকেতন থানায় রয়েছে।

দুর্ঘটনার পর সোনাঝুরিতে দাঁড়িয়ে থাকা ঘাতক ট্রাক্টরটি, ইনসেটে মৃত ছাত্রী স্নেহা চৌধুরী। নিজস্ব চিত্র

ট্রাক্টর ও স্কুটির মুখোমুখি সংঘর্ষ। শান্তিনিকেতনের সোনাঝুরিতে বেপরোয়া গতির বলি এক কলেজ পড়ুয়া ছাত্রী। বুধবার দুপুরে শান্তিনিকেতনের সোনাঝুরি খোয়াইহাট সংলগ্ন রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। ট্রাক্টরটি পিঁষে দিল ওই তরুণীকে। বোলপুর কলেজের মৃত ওই ছাত্রীর নাম স্নেহা চৌধুরী (২০)। তিনি এই কলেজের ইংরেজি বিভাগের স্নাতক স্তরের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রী এদিন একটি স্কুটি চেপে কোথাও যাচ্ছিলেন। সেসময় বেপরোয়া গতিতে একটি ট্রাক্টর এসে তাঁকে ধাক্কা মারে। দুর্ঘটনার সময় ট্রাক্টরটিতে বালি ও রাবিশ বোঝাই ছিল। ওই ছাত্রীকে প্রথমে গুরুতর জখম অবস্থায় বোলপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাক্টরটিকে আটক করলেও তার চালক পালিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ট্রাক্টরটি এখন শান্তিনিকেতন থানায় রয়েছে। ওই চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে পুলিশ সূত্র জানা গিয়েছে।