• facebook
  • twitter
Friday, 10 January, 2025

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে নেট ও স্লেটের জন্য কোচিং শুরু

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ছাড়াও রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকেও ছাত্রছাত্রীরা এই কোচিং প্রোগ্রামে অংশগ্রহণ করেছে। এমনকি রাজ্যের বাইরে ভিন্ন রাজ্যের বিশ্ববিদ্যালয় থেকে পাস করা পড়ুয়ারাও এখানে কোচিং নিতে এসেছে।

কল্যাণী বিশ্ব বিদ্যালয়। ফাইল চিত্র

২০২৫ সালের শুরুতেই বিগত বছরগুলির সাফল্যকে সামনে রেখে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে নেট ও সেট পরীক্ষার কোচিং-এর নতুন সেশনের ক্লাস এবং ক্যারিয়ার কাউন্সেলিং শুরু হল। ছাত্র-ছাত্রীদের দীর্ঘদিনের দাবি মতো বিশ্ববিদ্যালয় প্রশাসন ২০২৩ সালে গোড়ার দিকে সেন্টার ফর নেট,সেট কোচিং এ্যন্ড কেরিয়ার কাউন্সেলিং গঠন করে। এই সেন্টারের মাধ্যমে বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, কলা, শিক্ষা ও ম্যানেজমেন্ট এবং ইঞ্জিনিয়ারিং এর পড়ুয়াদের নেট ও সেট পরীক্ষার জন্য কোচিং দেওয়া হচ্ছে। এর আগের দুটি সেশানে প্রায় এক হাজার জন পড়ুয়া কোচিং নিয়েছে। আর এবারের সেশানে ইতিমধ্যেই প্রায় দেড়শো জন পড়ুয়া কোচিং এর জন্য নাম নথিভূক্ত করেছে।

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ছাড়াও রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকেও ছাত্রছাত্রীরা এই কোচিং প্রোগ্রামে অংশগ্রহণ করেছে। এমনকি রাজ্যের বাইরে ভিন্ন রাজ্যের বিশ্ববিদ্যালয় থেকে পাস করা পড়ুয়ারাও এখানে কোচিং নিতে এসেছে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও পিএইচডি করার জন্য প্রয়োজন হয় নেট অথবা সেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যোগ্যতমান অর্জন করা। এছাড়া ফেলোশিপ নিয়ে উচ্চশিক্ষার অঙ্গনে গবেষণার সুযোগ পেতে গেলেও এই যোগ্যতামান আবশ্যিক হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে। এখানে দুটি পত্রেরই প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। প্রথম পত্রটি হলো জেনারেল পেপার এবং দ্বিতীয় পত্রটি হলো বিষয়গত, যেমন— বাংলা, ইংরেজি, সংস্কৃত, হিন্দি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, তথ্য ও গ্রন্থাগার বিজ্ঞান, লোকসংস্কৃতি, দর্শন, সমাজতত্ত্ব, অর্থনীতি, শারীরশিক্ষা, বাণিজ্য, শিক্ষাতত্ত্ব, ভূগোল, ম্যানেজমেন্ট, জীবনবিজ্ঞান, রসায়নবিদ্যা, গণিত, পদার্থবিদ্যা, পরিবেশবিদ্যা ইত্যাদি। এবারে সাঁওতালি বিষয়ে প্রশিক্ষণের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ২০২৩ সাল থেকে নেট ও সেট পরীক্ষায় এই সেন্টারের বিভিন্ন বিষয়ের প্রায় ৬০ জন পড়ুয়া সাফল্য লাভ করেছে।

কোচিং প্রোগ্রামের এই সেশনের পরিচালনার জন্য প্রশাসনিকভাবে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক কল্লোল পাল সমস্ত দিক থেকে সহযোগিতা করছেন। তিনি জানান, বর্তমান সময়কালে এই কোচিং সেন্টারের ভীষণ প্রয়োজন রয়েছে। ছাত্র- ছাত্রীদের উপকারের কথা মাথায় রেখে এই সেন্টার পরিচালনা করতে হবে।

কোচিং সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক সুজয়কুমার মন্ডল বলেন, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এই কোচিং সেন্টারের মাধ্যমে ছাত্রছাত্রীরা ভীষণভাবে উপকৃত হয়েছে। ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে অবৈতনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। শুধুমাত্র সামান্য এনরোলমেন্ট ফি নেওয়া হয়। এই ব্যবস্থাপনার ফলে গ্রাম, মফস্বল থেকে শহরের ছাত্র-ছাত্রীরা আগামী দিনে নেট ও সেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অধ্যাপনায় ও গবেষণার কাজে নিযুক্ত হতে পারবে। এই লক্ষ্যকে সামনে রেখেই আমরা শনিবার ও রবিবারে নেট ও সেট পরীক্ষার জন্য প্রস্তুতির ক্লাস করায়। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও গবেষকেরা ভীষণভাবে সহযোগিতা করে চলেছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকেরাও এখানে ক্লাস নেন। এছাড়াও বিভিন্ন কলেজের শিক্ষকেরা বিশেষজ্ঞ হিসেবে প্রশিক্ষকের ভূমিকা পালন করেন।

অনলাইনও অফলাইন-এই দুটো মাধ্যমেই সমাজ ধরে ক্লাস হবে। স্নাতক ও স্নাতকোত্তর স্তরে যারা পড়াশোনা করছে বা উত্তীর্ণ হয়ে গেছে, তারা সকলেই এই কোচিং এ ভর্তি হতে পারে। ৫ই জানুয়ারি থেকে ক্লাস শুরু হয়ে গেলেও ছাত্র-ছাত্রীদের অনুরোধে এবং বর্তমান উপাচার্যের অনুমোদন সাপেক্ষে আগামী ২০ই জানুয়ারি পর্যন্ত এই কোচিং প্রোগ্রামে ভর্তি হওয়া যাবে বলে নতুন করে বিজ্ঞাপন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই এই সেন্টারের কার্যধারা রাজ্যের উচ্চশিক্ষার পরিসরে বেশ সাড়া ফেলেছে।