• facebook
  • twitter
Thursday, 28 November, 2024

নেপথ্যে জামতাড়া গ্যাং, ট্যাব কেলেঙ্কারি রুখতে নতুন আইনের কথা ভাবা হচ্ছে : মমতা

জানা গিয়েছে, ট্যাব কেলেঙ্কারির আঁতুড়ঘর উত্তর দিনাজপুরের চোপড়া। এই ঘটনায় জেলা ও কলকাতা পুলিশের তরফে বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্ত শুরু করা হয়েছে।

বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

ট্যাব কেলেঙ্কারির ঘটনায় এবার বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যাবের টাকা নয়ছয়ের ঘটনায় গোয়েন্দা বিভাগের ইঙ্গিতকেই মান্যতা দিলেন তিনি। বৃহস্পতিবার মমতা বিধানসভায় দাঁড়িয়ে দাবি করেন, ট্যাব দুর্নীতির নেপথ্যে জামতাড়া গ্যাংয়ের যোগসাজশ রয়েছে। পাশাপাশি তিনি জানান, দুর্নীতি রুখতে বিশেষ মেক্যানিজমের মাধ্যমে নতুন আইনের কথা ভাবছে রাজ্য।

তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব কেনার জন্য টাকা দেয় রাজ্য সরকার। চলতি বছর পুজোর আগেই এই টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ, বিভিন্ন জেলায় অনেক পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি। পরিবর্তে টাকা চলে গিয়েছে অন্য অ্যাকাউন্টে। এই দুর্নীতির ঘটনায় বিপুল পরিমাণ অর্থ নয়ছয় হয়েছে। গ্রেপ্তার হয়েছেন অনেকে। গোয়েন্দা বিভাগ ইঙ্গিত দিয়েছিল, ট্যাব কেলেঙ্কারির নেপথ্যে জামতাড়া গ্যাংয়ের যোগসাজশ রয়েছে। এবার সেই ইঙ্গিতকেই মান্যতা দিলেন মুখ্যমন্ত্রী।
এদিন মমতা বলেন, ‘আমরা সবাইকে সহজ-সরল মনে বিশ্বাস করি। কিন্তু সবাই সমান নয়। তাই আইন করা। আমরা ধরতে পেরেছি যে জামতাড়া গ্রুপ ট্যাবের জন্য দেওয়া জনগণের টাকা হ্যাক করছে। ১৬০০ কোটি টাকা আমরা খরচ করেছি পড়ুয়াদের ট্যাব দিতে। অনেকে ধরা পড়েছে। আমরা টাকা দিয়ে দেব। তবে এবার একটা মেক্যানিজম করছি যাতে এই অপরাধ করলে কঠোর শাস্তি হয়। গুজরাটে এই দুর্নীতি হয়েছে। তারা ধরতেও পারেনি। আমরা ধরে নিয়ে এসেছি। কান টানলে মাথা আসে।’
জানা গিয়েছে, ট্যাব কেলেঙ্কারির আঁতুড়ঘর উত্তর দিনাজপুরের চোপড়া। এই ঘটনায় জেলা ও কলকাতা পুলিশের তরফে বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্ত শুরু করা হয়েছে। ইতিমধ্যেই অনেককে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দারা জানিয়েছেন, যেভাবে ট্যাব দুর্নীতি হয়েছে তা দেখলে জামতাড়া গ্যাংয়ের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে।