• facebook
  • twitter
Saturday, 5 April, 2025

মাধ্যমিক চলাকালীন ভবানীপুরের স্কুলে মমতা, অভিভাবকদের সঙ্গে কথা

অন্যান্য বোর্ডের সঙ্গে প্রতিযোগিতার কথা মাথায় রেখে রাজ্য সরকার মাধ্যমিকের নম্বর নিয়ে উপযুক্ত পদক্ষেপ করেছে, তা মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী।

বিধানসভা যাওয়ার পথে ভবানীপুরের একটি স্কুলে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই স্কুলে মাধ্যমিকের সিট পড়েছে। বাইরে অপেক্ষারত অভিভাবকদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। কী কী পরীক্ষা হয়েছে, কোন কোন বিষয় বাকি রয়েছে, কেমন পরীক্ষা হচ্ছে, সবকিছুই জিজ্ঞাসা করেন মুখ্যমন্ত্রী। অভিভাবকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করেন। পড়ুয়াদের পরীক্ষা যাতে ভাল হয়, সেই শুভকামনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার চলাকালীন স্কুল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরীক্ষা চলাকালীনই মূলত তিনি যান, যাতে পরীক্ষার্থীদের কোনও সমস্যা না হয়। এবছরও তার ব্যতিক্রম হল না। মঙ্গলবার দুপুরে বিধানসভা যাওয়ার পথে ভবানীপুরের ইউনাইটেড মিশনারি গার্লস হাই স্কুলে যান মুখ্যমন্ত্রী। প্রথমে অভিভাবকদের সঙ্গে কথা বলতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। পড়ুয়াদের সম্পর্কেও খোঁজখবর নেন তিনি। প্রিয় ‘দিদি’কে দেখে রীতিমতো আপ্লুত অভিভাবকরা।

মুখ্যমন্ত্রীর আগমনের খবর পেয়ে স্কুলের প্রিন্সিপাল তাঁকে স্বাগত জানাতে চলে আসেন বাইরে। তাঁর সঙ্গে স্কুলের সংস্কার নিয়ে কথা হয় মুখ্যমন্ত্রীর। স্কুল বিল্ডিং কেন রঙ করানো হয়নি, সেটাও জানতে চান মুখ্যমন্ত্রী। স্কুল কর্তৃপক্ষকে তিনি বলেন, ৭ দিন সময় দিলাম। রং করতে এবং অন্যান্যা পরিকাঠামোগত কাজে কত খরচ হবে, তৈরি করে রাখুন। আমার লোক এসে স্কুল থেকে তা নিয়ে যাবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর শিক্ষক-শিক্ষিকারা তাঁকে ধন্যবাদ জানান।

অন্যান্য বোর্ডের সঙ্গে প্রতিযোগিতার কথা মাথায় রেখে রাজ্য সরকার মাধ্যমিকের নম্বর নিয়ে উপযুক্ত পদক্ষেপ করেছে, তা মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এখন তো অনেক সুযোগ করে দেওয়া হয়েছে। আগে তো নম্বরই দিত না। আমাদের সময় ৪০ নম্বরই দিত না। এখন তো গড়ে করে দেওয়া হয়েছে ৮০-৯০, যাতে উচ্চশিক্ষার পক্ষে যাতে এরা সব জায়গায় চান্স পায়। সিবিএসই-আইসিএসই বেশি নম্বর দিয়ে দেয়। আমাদের ছেলেমেয়েরা যদি ভালো নম্বর না পায়, তাহলে তারা ন্যাশনাল লেভেলে কম্পিটিশনে কী করে যাবে? সেই জন্যই এটা এখন চেঞ্জ করা হয়েছে।

অভিভাবকদের উদ্দেশে মমতা বলেন, যাক, সবার পরীক্ষা ভালো হচ্ছে, শুনে ভালো লাগল। আমার অনেক শুভেচ্ছা থাকল, শুভকামনা থাকল। ওরা ভালো থাকুক, আরও বড় হোক। সবাই ভালো রেজাল্ট করুক, আমি এটা চাই। আমি সবসময়ই বলি প্রশ্ন শক্ত দিও না, ওরা পারবে না। ওরা সুস্থ থাকুক। আর কখনও কেউ বকবেন না। সব ঠিক হয়ে যাবে। মুখ্যমন্ত্রী জানান, তাঁর ভাইঝি এই স্কুলে পড়েছে। পরীক্ষা দিয়ে বেরোনোর পর এক পরীক্ষার্থী মুখ্যমন্ত্রীকে প্রণাম করেন। পরীক্ষা কেমন হয়েছে, তা জানতে চান মমতা বন্দ্যোপাধ্যায়।

News Hub