• facebook
  • twitter
Saturday, 4 January, 2025

প্রাথমিকে সেমিস্টার হবে না, নবান্ন থেকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

আপাতত প্রাথমিকে সেমিস্টার হবে না। বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠকের পর এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ছবি: এএনআই।

আপাতত প্রাথমিকে সেমিস্টার হবে না। বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠকের পর এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কথায়, আমি চাই ছাত্রছাত্রীদের ভার কমাতে। আর সেখানে কিনা সেমিস্টার? ওইটুকু ছেলেমেয়েরা টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার শিখছে। আর তাদের বলা হচ্ছে সিমেস্টার করতে! কোনও সিমেস্টার হবে না। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে এদিন ধমকও দেন মুখ্যমন্ত্রী।

ব্রাত্য বসুকে মুখ্যমন্ত্রী বলেন, তোমাকে পরিষ্কার করে বলছি, এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে আমার সঙ্গে আলোচনা করে নেবে। তোমরা কয়েকজন মিলে নিজেদের মতো একটা সিদ্ধান্ত নিয়ে নিলে, অথচ আমি জানতেও পারলাম না! এটা হবে না, এখনই ওই সিদ্ধান্ত বাতিল করো। এর প্রত্যুত্তর ব্রাত্য বলেন, আমরা এখনও বিজ্ঞপ্তি প্রকাশ করিনি। আপনি বললেই হবে। এরপরই ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, বিজ্ঞপ্তি প্রকাশ করোনি মানে? তোমরা তো প্রেসমিটও করেছো। পাবলিকও জেনে গিয়েছে।

গত শুক্রবার সাংবাদিক বৈঠক করে সেমিস্টার পদ্ধতির কথা ঘোষণা করেছিলেন পর্ষদ সভাপতি গৌতম পাল। নতুন পদ্ধতির নাম দেওয়া হয়েছিল, ক্রেডিট বেসড সিমেস্টার সিস্টেম। মুখ্যমন্ত্রী কড়া বার্তা পর সুর বদলে ফেলেছেন পর্ষদ সভাপতিও। তিনি বলেন, আমরা এখন‌ও পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করিনি। সরকারি বিজ্ঞপ্তিও জারি হয়নি। সেই পর্যন্ত একটু অপেক্ষা করুন। ৮ থেকে ১০ তারিখ পর্যন্ত স্টুডেন্ট উইক চলছে। তার মধ্যে আমরা সিদ্ধান্ত জানিয়ে দেব।

ইতিমধ্যেই রাজ্যের সমস্ত কলেজ-বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার প্রথা চালু হয়েছে। সেই প্রসঙ্গ উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, কলেজে যেটা চলে, সেটা স্কুলে চলে না। স্কুলে যা প্রথা চলছে, তাই হবে। কলেজ, ইউনিভার্সিটিতে শুরু হয়েছে, তারা অভ্যস্ত হয়ে গিয়েছে। এটা অলরেডি চালু হয়ে গিয়েছে। স্কুলে সেমিস্টার চলবে না। মমতার সাফ নির্দেশ, শিক্ষাক্ষেত্রে আগে কোনও নীতি নেওয়া হলে, আলোচনা করে তবে সাংবাদিক বৈঠক হবে।

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল প্রাথমিকে সেমিস্টার চালুর কথা ঘোষণা করেন। তিনি বলেন, ২ জানুয়ারি থেকে জুন পর্যন্ত হবে প্রথম সেমিস্টার এবং জুলাই থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত হবে দ্বিতীয় সেমিস্টার। প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে সিঙ্গল সেমিস্টারে ৩৭৬ ঘণ্টা এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণিতে সিঙ্গল সেমিস্টারে ৪৬০ ঘণ্টা পঠনপাঠনের সময় ধার্য হয়েছে। প্রথম ও দ্বিতীয় শ্রেণির জন্য সিঙ্গল সেমিস্টারে বরাদ্দ ১৩.৫ ক্রেডিট পয়েন্ট এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির জন্য সিঙ্গল সেমিস্টারে বরাদ্দ ১৬.৫ ক্রেডিট পয়েন্ট।

তিনি আরও জানান, প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত খাতায় কলমে কোনও শিক্ষার্থীকে পরীক্ষা দিতে হবে না। সারা বছর শ্রেণিতে কী করবে সে, তা দেখে মূল্যায়ণ করা হবে। তবে চতুর্থ ও পঞ্চম শ্রেণির পড়ুয়াদের পরীক্ষা দিতে হবে। প্রত্যেক সেমিস্টারের প্রত্যেক বিষয়ে ৪০ নম্বরে গঠনমূলক মূল্যায়ণ হবে (হাতে-কলমে পরীক্ষা নয়) এবং বাকি ৬০ নম্বরে লিখিত পরীক্ষা হবে।