স্যালাইন কাণ্ডের তদন্তভার হাতে পাওয়ার পর মঙ্গলবারই মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পৌঁছে গেল সিআইডির দুই সদস্যের প্রতিনিধিদল। সেখানে পৌঁছে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন তাঁরা। জানা গিয়েছে, খড়গপুর থেকে প্রতিনিধিদলটি হাসপাতালে গিয়েছিল। সিআইডির আরও একটি দল হাসপাতালে যাবে। ডিএসপি পদমর্যাদার এক আধিকারিকের নেতৃত্বে সেই দল তদন্ত করবে।
এদিন হাসপাতালে পৌঁছে মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মৌসুমী নন্দী ও সুপার জয়ন্ত রাউতের সঙ্গে কথা বলেন সিআইডি আধিকারিকরা। পাশাপাশি খতিয়ে দেখেন বিভিন্ন প্রয়োজনীয় নথিপত্র।
মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন এক প্রসূতির মৃত্যু ও ৪ প্রসূতির গুরুতর অসুস্থ হওয়ার ঘটনায় বিতর্ক তৈরি হয়েছে। তাঁদের নিম্নমানের স্যালাইন দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে। এই খবর প্রকাশ্যে আসতেই ঘটনার তদন্তের জন্য একটি কমিটি গঠন করে দেয় স্বাস্থ্য দপ্তর। এই কমিটি তদন্ত করে সম্প্রতি প্রাথমিক একটি রিপোর্ট জমা দিয়েছে। সেই রিপোর্টেই রোগী মৃত্যু ও অসুস্থ হওয়ার ঘটনায় চিকিৎসকদের গাফিলতির দিকেও ইঙ্গিত করা হয়েছে। এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর মুখ্যসচিব জানিয়ে দেন, মেদিনীপুর মেডিক্যালের ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের প্রয়োজন আছে। স্বাস্থ্য দপ্তরের তৈরি করে দেওয়া কমিটির পাশাপাশি ঘটনার তদন্ত করবে সিআইডিও।
তদন্তভার সিআইডিকে দেওয়ার সিদ্ধান্তে আশ্বস্ত হয়েছেন প্রসূতি মামণি রুইদাসের স্বামী দেবাশিস। তাঁর কথায়, ‘শুনেছি, রাজ্য সরকার সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে। সিআইডি যেন ভালভাবে তদন্ত করে। আমরা জানতে চাই, কীভাবে মামণির মৃত্যু হল। সুস্থভাবে বাড়ি থেকে এসেছিল। ডাক্তারদের ভুল না স্যালাইনের ভুল? এই সত্যটা আমরাও জানতে চাই।’