• facebook
  • twitter
Tuesday, 28 January, 2025

মেদিনীপুর মেডিক্যাল কলেজের আরএমওকে জিজ্ঞাসাবাদ সিআইডির

সপ্তাহখানেক আগে মেদিনীপুর মেডিক্যাল কলেজে এক প্রসূতির মৃত্যু ঘিরে বিতর্ক ছড়ায়। আরও চার প্রসূতির শারীরিক অবস্থার অবনতি ঘটে।

মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনায় আরএমও সৌমেন দাসকে জিজ্ঞাসাবাদ করল সিআইডি। সোমবার সকালে ভবানীভবনে আসেন মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আরএমও সৌমেন দাস। স্যালাইন কাণ্ডে ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করেছিল রাজ্য সরকার। সাসপেন্ড হওয়ার চিকিৎসকদের মধ্যে রয়েছেন সৌমেন দাস। এর আগে শুক্রবার মেদিনীপুর মেডিক্যালের দুই সিনিয়র চিকিৎসক হিমাদ্রি নায়েক এবং দিলীপ পালকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি।

সপ্তাহখানেক আগে মেদিনীপুর মেডিক্যাল কলেজে এক প্রসূতির মৃত্যু ঘিরে বিতর্ক ছড়ায়। আরও চার প্রসূতির শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাঁদের মধ্যে কয়েকজনকে চিকিৎসার জন্য কলকাতায় পাঠানো হয়। অভিযোগ, নিম্নমানের স্যালাইন থেকে বিপত্তি ঘটেছে। ঘটনার তদন্তে নেমে মেদিনীপুরে চিকিৎসকদের গাফিলতির বিষয়ে নিশ্চিত হন তদন্তকারীরা। ঘটনার তদন্ত শুরু করে সিআইডি। মেদিনীপুর মেডিক্যালের সুপার-সহ ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, গাফিলতির অভিযোগ প্রমাণিত হওয়ায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু হবে।

ঘটনার তদন্তে নেমে মেদিনীপুর মেডিক্যাল কলেজে যায় সিআইডির দল। বেশ কয়েকজন জুনিয়র ডাক্তার, সিনিয়র চিকিৎসক, নার্স, হাসপাতালের সুপার, অধ্যক্ষ, বিভাগীয় প্রধানদেরও সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। বিতর্কিত স্যালাইনের নমুনার পাশাপাশি বেশ কিছু ওযুধের নমুনাও পরীক্ষার জন্য নিয়ে গিয়েছেন তাঁরা।