• facebook
  • twitter
Monday, 25 November, 2024

ত্রিকোণ প্রেমের জেরে ৬ টুকরো চুঁচুড়ার যুবককে, ৮ জনকে দোষী সাব্যস্ত করল আদালত

৮ জনের সাজা ঘোষণা হবে বৃহস্পতিবার।

অভিযুক্তদের আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত।

ত্রিকোণ প্রেমের জেরে ৬ টুকরো করা হয়েছিল চুঁচুড়ার যুবক বিষ্ণু মালকে । এবার এই হত্যাকাণ্ডে কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস ও তাঁর সাত সঙ্গীকে দোষী সাব্যস্ত করল চুঁচুড়া আদালতের ফাস্ট ট্র্যাক কোর্ট। ৮ জনের সাজা ঘোষণা হবে বৃহস্পতিবার।

ত্রিকোণ প্রেমের জেরে ২০২০ সালের ১১ অক্টোবর চুঁচুড়া শহরের জনবহুল এলাকা রায়ের-বেড় থেকে বছর তেইশের যুবক বিষ্ণু মালকে মোটরবাইকে করে তুলে নিয়ে যায় হুগলির কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস ও তাঁর সাগরেদরা। সেই রাতেই চাঁপদানি এলাকায় একটি বাড়িতে বিষ্ণুকে নৃশংসভাবে হত্যা করে বিশাল। ধড়, মাথা আলাদা করে, দেহ ছয় টুকরো করে ফেলে। খুন করে দেহ টুকরো করার ছবি মোবাইলে তুলে রাখে। পরে প্যাকেটে করে শেওড়াফুলি ও বৈদ্যবাটির বিভিন্ন জায়গায় দেহাংশ ফেলে দেয়।

ঘটনার তদন্তে নেমে সমস্ত অপরাধীকে গ্রেফতার করে পুলিশ। জেরায় বিষ্ণুর দেহের খণ্ডিত অংশ কোথায় কোথায় ফেলা হয়েছে তাঁর সন্ধান দেয় দুষ্কৃতীরা। সেই অনুযায়ী পুলিশ দেহাংশ উদ্ধার করলেও বিষ্ণুর কাটা মুন্ডুর সন্ধান পায়নি।পরবর্তীতে ক্যানিং এর জীবনতলা থানা এলাকায় কয়েকজনকে গুলি চালিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে বিশাল। চন্দননগর পুলিশ তাকে নিয়ে আসে চুঁচুড়া থানায়। বিষ্ণুর কাটা মাথা কোথায় ফেলেছে, পুলিশের জেরায় তা কবুল করে সে। এরপরেই বৈদ্যবাটি খালের ধার থেকে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় তার মাথা উদ্ধার করে পুলিশ।

সোমবার বিষ্ণু মাল হত্যাকাণ্ড মামলার রায়দানের সময়ও অপরাধীদের ফাঁসির দাবিতে পোস্টার হাতে জড়ো হন বহু মানুষ। এই মামলায় একজন রাজসাক্ষী ছিল। তাকে মুক্তি দেয় আদালত। আদালতের বিচারক শিবশঙ্কর ঘোষ বাকি আটজনকে দোষী সাব্যস্ত করেন।