বাঘের আতঙ্কে বন্ধ শিশু কেন্দ্র

বাঘের আতঙ্কে বন্ধ শিশু কেন্দ্র

ঝাড়গ্রাম- বাঘের আতঙ্কে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল লালগড় ব্লকের পড়হিডা শিশু শিক্ষাকেন্দ্র। সোমবার বিকেলে একটা বাছুরকে খেয়ে ফেলে বন্য জন্তু।

এই ঘটনার জেরে লালগড়ের জঙ্গলে লাগোয়া বিভিন্ন গ্রামে নেকড়ের আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার পাথরপাড়া গ্রামের লাগোয়া জঙ্গলে চরতে গিয়ে একটি বাছুর বন্য জন্তুটির আক্রমণের শিকার হয়।

এই ঘটনার পর বন দফতর মঙ্গলবার পড়হিডা জঙ্গলে ছাগলের টোপ দিয়ে খাঁচা বসিয়ে বন্যজন্তুটি ধরার চেষ্টা করছে। প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী জন্তুটির শেষ দেখা মিলেছিল পড়হিডার জঙ্গলে।


তাই এবার জন্তুটিকে ধরতে জঙ্গলে টোপ দিল বনদফতর। উল্লেখ্য গত ৮ ফেব্রুয়ারি আমলিয়া গ্রাম লাগোয়া জঙ্গলে আক্রান্ত হয়েছিল গ্রামের চারটি গরু। গরুগুলি ক্ষত-বিক্ষত হয়ে গিয়েছিল।

ওই দিনের পর জনৈক বঙ্গেশ্বর মাহাতোর আরও তিনটি গরুর খোঁজ এখনও মেলেনি। সোমবার বিকেলের ঘটনার পর লালগড় রেঞ্জের জঙ্গল লাগোয়া গ্রামের মানুষ আতঙ্কিত। পড়হিডা শিশু শিক্ষাকেন্দ্রটি এদিন বন্ধ ছিল বলে বন দফতর সূত্রে জানা গেছে।