নিজস্ব প্রতিনিধি— উৎসবের মরশুমে কোনও উসকানিতে পা দেবেন না, রাজ্যবাসীকে সতর্ক করে এই অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল রাজ্যজুড়ে পালিত হবে দোল উৎসব। পাশাপাশি এখন রমজান মাস চলছে। এই পরিস্থিতিতে অনেকে উসকানি দিতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন মমতা।
বুধবার আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে কলকাতা পুরসভার উদ্যোগে আয়োজিত হয়েছিল দোলযাত্রা ও হোলির মিলন উৎসব। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রথমবার ভাংড়া নেচেছেন মুখ্যমন্ত্রী। এর আগে সাঁওতালি নৃত্যে পা মেলাতে দেখা গিয়েছে তাঁকে। নেচেছেন ডান্ডিয়াও। তবে এই প্রথম ভাংড়া নাচে পা মেলালেন তিনি। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর অনুরোধেই অনুষ্ঠান আয়োজনের চিত্রনাট্যে ভাংড়া নাচ যুক্ত করা হয়েছিল। এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি আসন্ন উৎসব নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করে দিয়েছেন মমতা। তাঁর কথায়, ‘অনেকে উসকানি দেবে। কোনও কথায় কান দেওয়ার দরকার নেই। নিজেদের মতো দোল-হোলি খেলায় মেতে উঠুন। অন্তরকে রঙিন করে তুলুন।’
মমতা আরও জানান, চলতি বছর দোল-হোলি একই দিনে পড়েছে। এখন রমজান মাসও চলছে। এই উৎসবের মরশুমে সকলকে একসঙ্গে থাকার আবেদন জানিয়েছেন তিনি। মমতার কথায়, ‘আপনি দোল করুন, হোলি করুন। কেউ কেউ রোজা রাখবে। মনটা রঙিন রাখুন, সব ধর্মের জন্য, সব মানুষের জন্য। এই সময়টা রঙের। উৎসবে শামিল হলে দেখবেন মনটাও রঙিন হবে, বড় হবে।’ অন্যান্য সময়ের মতো এই অনুষ্ঠান থেকেও মুখ্যমন্ত্রী সম্প্রীতির বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, এই বাংলায় সবাই একসঙ্গে থাকে। বাংলা ভালো থাকলে দেশও ভালো থাকবে। দেশের জন্য বাংলা খুব গুরুত্বপূর্ণ।
বুধবারের দোলের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম-সহ একাধিক শিল্পপতি ও বিভিন্ন ধর্মের মানুষরা। পরের বছর এই অনুষ্ঠান আরও বড় আকারে করার আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।