জেলাশাসকের ভূমিকায় অখুশি মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র

রাজ্যজুড়ে বালি পাচারের অভিযোগকে ঘিরে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে নবান্নের প্রশাসনিক বৈঠকে বীরভূমের জেলাশাসককে রীতিমতো ধমক দেন মমতা। তাঁর দাবি, বীরভূম থেকেই সবচেয়ে বেশি বালি পাচার হয়েছে। পাশাপাশি দেউচা পাঁচামি নিয়েও এদিন ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, বিজেপির ফান্ডে সরকারের রেভিনিউ যাচ্ছে।
এদিন তিনি জেলাশাসককে প্রশ্ন করেন, ‘দেউচা পাচামির জমি নেওয়ার সময় এরকম খাপছাড়া করে নেওয়া হল কেন? সরকারের রেভিনিউ কেউ নিয়ে চলে যাবে আর তোমরা আঙুল গুটিয়ে বসে থাকবে এটা চলবে না।’

সাত দিনের মধ্যে বালি পাচারের সমস্ত অভিযোগ সমাধানের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে এসব বন্ধ করতে বলেছেন তিনি। বীরভূম নিয়ে তিনি যে একেবারেই খুশি নন তা–ও স্পষ্ট করে দিয়েছেন। তাঁর কথায়, ‘বীরভূমে আমাদের নেতাদের কথায় এসব হচ্ছে না। ওখান থকে বিজেপির ফান্ডে টাকা যাচ্ছে। এটা কিছুতেই মেনে নেওয়া হবে না।’

বালি পাচার ইস্যুতে আইসিদেরও তুলোধনা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়ে দেন, মানুষের জন্য কাজ না করলে রেয়াত করা হবে না। তাঁর কথায়, ‘কয়েকজন আইসি-ও যা ইচ্ছে করে বেড়াচ্ছেন। কী করছেন দুবরাজপুর, সিউড়ি, মহম্মদবাজারের আইসি? ওঁরা কী ভাবেন কিছুই আমার নজরে নেই? আমি সবরকম খবর রাখি। মানুষের জন্য কাজ না করলে রেয়াত করা হবে না।’