নববর্ষে রাজ্যবাসীর জন্য বড় উপহার। চালু হতে চলেছে কালীঘাট স্কাইওয়াক। সব ঠিকঠাক থাকলে নববর্ষের আগের দিন অর্থাৎ ১৪ এপ্রিল কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুরসভা সূত্রে খবর, কালীঘাট স্কাইওয়াক নির্মাণের যাবতীয় কাজ শেষ হয়ে গিয়েছে। প্রতি বছরই রাজ্যবাসীর মঙ্গল কামনায় ১৪ এপ্রিল কালীঘাটে পুজো দেন মুখ্যমন্ত্রী। চলতি বছর ওই দিনই তিনি কালীঘাট স্কাইওয়াক উদ্বোধন করতে পারেন।
২০২৪-এর কালীপুজোর আগেই এই স্কাইওয়াক উদ্বোধনের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু কিছু কাজ বাকি থাকায় সেটি চালু করা যায়নি। অবশেষে সেটি উদ্বোধন হতে চলেছে। দিন কয়েক আগেই হকার্স মার্কেটের ব্যবসায়ীদের কালীঘাটে তৈরি নতুন এসি কমপ্লেক্সে দোকান দেওয়া হয়েছে। স্কাইওয়াকের পাশেই তৈরি করা হয়েছে এই শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক হকার্স কর্নার। নতুন বিল্ডিংয়ে ১৭৬টি দোকান রয়েছে।
কালীঘাটের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় ব্রিটিশ আমলের পাইপলাইন ও নিকাশি ব্যবস্থা অক্ষত রেখে এই প্রকল্পের কাজ সম্পন্ন করা ছিল এক বড় চ্যালেঞ্জ। অবশ্য সেই সমস্ত বাধা কাটিয়েই কাজ শেষ হয়েছে। প্রায় ৫০০ মিটার দীর্ঘ এবং সাড়ে ১০ মিটার চওড়া এই স্কাইওয়াকটির মাধ্যমে পুণ্যার্থীরা সহজেই মন্দিরে পৌঁছে যেতে পারবেন। এর আগে দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছানোর জন্যও স্কাইওয়াক তৈরি করেছিল রাজ্য সরকার।
২০১৮ সালে কালীঘাটের স্কাইওয়াকের জন্য অর্থ বরাদ্দ করা হলেও কাজ শুরু হয় ২০২১ সালে। তবে কোভিড পরিস্থিতির কারণে দফায় দফায় কাজ থমকে যায়। ১৮ মাসের মধ্যে কাজ শেষ করার পরিকল্পনা থাকলেও নিকাশি নালা ও পাইপলাইনের সমস্যার কারণেও বিলম্ব ঘটে। কালীঘাট স্কাইওয়াকের নির্মাণে প্রাথমিক ক্ষেত্রে বাজেট ছিল ৭৭ কোটি টাকা। তবে কাজের বিলম্বের কারণে খরচ বৃদ্ধি পেয়ে প্রায় ৯০ কোটি টাকায় পৌঁছেছে।