• facebook
  • twitter
Saturday, 18 January, 2025

সোমবার লালবাগে প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা জানান, সোমবার মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা হওয়ার কথা রয়েছে। মুর্শিদাবাদের জন্য বিশেষ প্রকল্প উপহার দেবেন তিনি। ইতিমধ্যেই সভার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

নিজস্ব চিত্র

সোমবার প্রশাসনিক সভায় যোগ দিতে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লালবাগের নবাব বাহাদুর ইনস্টিটিটিউশনের মাঠে সভার স্থান চূড়ান্ত করা হয়েছে। সোমবারই হেলিকপ্টারে করে লালবাগে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। সভা করে সেদিনই মালদহে যাবেন তিনি।

জেলা প্রশাসন সূত্রে খবর, প্রশাসনিক সভা থেকে বিভিন্ন সরকারি পরিষেবার কথা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি জেলার জন্য বেশ কিছু নতুন প্রকল্পেরও উদ্বোধন করতে পারেন তিনি। মুখ্যমন্ত্রীর এই সফরের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বৈঠকে বসেছেন জেলা প্রশাসনের শীর্ষকর্তারা। মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষি মিত্র, মুর্শিদাবাদের পুলিশ জেলার পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব, বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার-সহ জেলা প্রশাসনের আধিকারিকরা সভাস্থল ঘুরে দেখেছেন।

হেলিকপ্টারে করে মমতা মুর্শিদাবাদে যাবেন। তাই সভাস্থলের পাশেই কোনও ফাঁকা জায়গায় হেলিপ্যাড তৈরির ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গিয়েছে। সভাস্থলকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। মাঠ ও আশপাশের এলাকায় লাগানো হয়েছে সিসিটিভি। জেলার গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। জেলার সীমানায় চালানো হচ্ছে নাকা চেকিং। জঙ্গিপুর, জিয়াগঞ্জ, বহরমপুর, হরিহরপাড়া, লালবাগ, রঘুনাথগঞ্জ সহ একাধিক এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা জানান, সোমবার মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা হওয়ার কথা রয়েছে। মুর্শিদাবাদের জন্য বিশেষ প্রকল্প উপহার দেবেন তিনি। ইতিমধ্যেই সভার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।