• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বগটুই নিয়ে রাজভবনে মুখ্যমন্ত্রী-রাজ্যপাল বৈঠক

রামপুরহাটের হিংসার ঘটনায় তা বোঝা গিয়েছে। যে বর্বর এবং ন্যক্কারজনক পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে তা রীতিমতো উদ্বেগ তৈরি করছে।

বৃহস্পতিবার আইনশৃঙ্খলা নিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে আলোচনায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন রাজ্যপাল একটি ভিডিয়া টুইট করেন। যেখানে তাঁকে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে দেখা যায়।

তিনি লিখেছেন, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে দীর্ঘ আলোচনা করলাম। এক ঘণ্টা আমাদের মধ্যে কথোপকথন হল।

বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মুখ্যমন্ত্রীর সঙ্গে বেশ কিছুদিন ধরেই কথা বলতে চাইছিলেন রাজ্যপাল।

সূত্রের খবর, গত ২৯ মার্চ মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনালাপও করেছিলেন তিনি। এমনকী রাজ্যপাল যে একাধিক বিষয় নিয়ে আলোচনা করতে চান, সে কথাও জানিয়েছিলেন।

সে সময় রাজ্যপাল লিখেছিলেন, যত দ্রুত সম্ভব রাজভবনে দেখা করুন। রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে।

সিবিআই এর বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদ করার যে মন্তব্য মুখ্যমন্ত্রী করেছেন, তা নিয়ে উদ্বিগ্ন। কোর্টের নির্দেশে রামপুরহাট হত্যাকাণ্ডের তদন্ত করছে সিবিআই।

এ ব্যাপারে যাবতীয় পদক্ষেপ আইনের পথে চলবে। রাস্তায় নেমে নয়। চিঠিতে তাঁর সংযোজন, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ।

রামপুরহাটের হিংসার ঘটনায় তা বোঝা গিয়েছে। যে বর্বর এবং ন্যক্কারজনক পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে তা রীতিমতো উদ্বেগ তৈরি করছে।

পশ্চিমবঙ্গ বিধানসভার অন্দরেও যে ঘটনা ঘটেছে তা নিন্দনীয়। এই চরম আইনশৃঙ্খলার অবনতির কারণে অবিলম্বে আলোচনার প্রয়োজন রয়েছে।

রামপুরহাট থেকে আলিয়াকাণ্ড, পরপর রাজ্যে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন জাগদীপ ধনকর। আর সেই জন্যই মমতা ব্যানার্জীর সঙ্গে মুখোমুখি আলোচনায় বসতে চাইছিলেন তিনি।

তিনি লিখেছেন, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ। রামপুরহাটের হিংসার ঘটনায় তা বোঝা গিয়েছে। যে বর্বর এবং ন্যক্কারজনক পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে তা রীতিমতো উদ্বেগ তৈরি করছে।

পশ্চিমবঙ্গ বিধানসভার অন্দরেও যে ঘটনা ঘটেছে তা নিন্দনীয়। এই চরম আইনশৃঙ্খলার অবনতির কারণে অবিলম্বে আলোচনার প্রয়োজন রয়েছে।