• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

বাংলার পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা মুখ্যমন্ত্রীর

বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বাংলার পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা টানলেন। সাম্প্রতিককালে একাধিক ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বাংলার পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা টানলেন। সাম্প্রতিককালে একাধিক ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

সরব হয়েছেন এই রাজ্যের বিরোধীরা। এই পরিস্থিতিতে রাজ্যে পুলিশের ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী।

এমনকী বাংলার পুলিশের সঙ্গে স্কটল্যান্ড ইয়ার্ডের তুলনা করলেন তিনি। পাশাপাশি সতর্কও করে দিলেন পুলিশকে।

এদিন মুখ্যমন্ত্রী জানান, ‘রাজনৈতিক রং দেখে কাজ করবে না পুলিশ। রাফ অ্যান্ড টাফ হবেন, আবার মানবিকও হতে হবে।

বিজেপি শাসিত রাজ্যে মানুষ বিচার পায় না, বাংলায় পায়। কেউ ভুল করলে, আইন আইনের পথেই চলবে। দিল্লির পুলিশ ভাল আর বাংলার পুলিশ কালো!’

প্রসঙ্গত, ঝালদায় কংগ্রেস কাউন্সিলর হত্যাকাণ্ডে ঝালদা থানার আইসির বিরুদ্ধে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ। এর পাশাপাশি পুলিশের বিরুদ্ধে উঠেছে আরও এক গুরুতর অভিযোগ।

কংগ্রেস কাউন্সিলর গুলিবিদ্ধ হওয়ার পরও পুলিশ কোনও সহায়তা করেনি। হাসপাতালে নিয়ে যেতে কোনও সাহায্য করেনি।

চাঞ্চলাকর অভিযোগ জানান নিহত কংগ্রেস কাউন্সিলরের ভাইপো। নিহতের ভাইপোর দাবি, ঘটনার সময় অদুরেই পুলিশের একটি গাড়ি দাঁড়িয়েছিল।

কিন্তু, বারবার বলা সত্ত্বেও পুলিশ কোনও সহায়তা করেনি। ঠিক এইরকম পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য রাজনৈতিক পারদ বাড়িয়েছে বহুগুণ।