রাজ্যের পরিকাঠামো আগের চেয়ে অনেক উন্নত হয়েছে বলে দাবি করল রাজ্য সরকার। সেজন্য শিল্প গড়তে বাড়তি আর্থিক প্রত্যাহারের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এব্যাপারে বিধানসভায় একটি বিলও এনেছে রাজ্য সরকার। বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের পরিকাঠামো এখন অনেক উন্নত হয়েছে। তাই বিনিয়োগকারীদের এই আর্থিক সাহায্যের আর প্রয়োজন নেই। পাশাপাশি, বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক প্রকল্পে বাড়তি টাকার প্রয়োজন। সেজন্য বিধানসভায় এ বিষয়ে একটি বিল এনে ‘ইনসেনটিভ’ বাতিল করা দেওয়া হয়েছে।
কিন্তু কেন প্রয়োজন নেই? আগেই বা কেন এই নিয়ম চালু ছিল? এবিষয়ে তার কারণও ব্যাখ্যা করতে গিয়ে রাজ্য সরকার দাবি করেছে, আগে রাজ্যে শিল্পের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো ছিল না। কিন্তু বর্তমানে রাজ্যের সমস্ত জেলায় শিল্প গড়ার ক্ষেত্রে সমস্ত সমস্ত পরিকাঠামো রয়েছে। জল, বিদ্যুৎ সংযোগ সহ অন্যান্য সুযোগ সুবিধা যথোপযুক্তভাবে রয়েছে। সেজন্য এখন আর বিনিয়োগকারীদের এই বাড়তি সুবিধা দেওয়ার আর প্রয়োজন নেই।
প্রসঙ্গত রাজ্যের পিছিয়ে পড়া জেলাগুলিতে শিল্পের উন্নয়নের জন্য শিল্পপতি এবং বিনিয়োগকারীদের বেশ কিছু ইনসেনটিভ দেওয়ার রীতি ছিল। বামফ্রন্টের সময় থেকেই এই নিয়ম চালু ছিল। এভাবে আর্থিক সাহায্যের উদ্দেশ্য ছিল, জেলায় বিনিয়োগের জন্য ব্যবসায়ীদের আগ্রহী করা। যাতে বিনোয়োগের মাধ্যমে শিল্প গড়ে তোলার ফলে বেকার যুবকদের কর্ম সংস্থান হয়। এবার সেই সুবিধা আপাতত বন্ধ করে দেওয়া হল।
রাজ্যে শিল্প গড়তে এই বিশেষ সুবিধা বাতিল এদিন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, সিপিএম আমলে কেউ নিজেদের দায়িত্ব ঠিকমতো পালন করেননি। শিল্প আসার জন্য উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা হয়নি। এখন রাজ্যে বিনিয়োগ আসছে। বিভিন্ন সামাজিক প্রকল্প নতুন করে শুরু করা হয়েছে। তার জন্য টাকা লাগছে। কোনটা আমরা রাখব, কোনটা রাখব না, সেটা দেখতে হবে। মুখ্যসচিবের নেতৃত্বে একটা কমিটি গঠন করা হয়েছে। তারা বিভিন্ন জায়গায় কথা বলে একটা নতুন প্রকল্প নিয়ে আসবে। সেই জন্যই এই ইনসেনটিভ আপাতত বাতিল করা হল। আসলে ২০ বছর আগে যা ছিল আর এখন যেটা আছে, তার মধ্যে অনেক পার্থক্য। আমাদের নতুন করে ভাবনাচিন্তা করতে হচ্ছে। তাই এই বিল আনা হল। সবাইকে সহযোগিতার অনুরোধ করছি।