• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

গ্রামে বাড়ি বাড়ি যাচ্ছেন ছত্রধর

একেবারে মানুষের দুয়ারে পৌঁছে গিয়ে রাজ্য সরকারের দশ বছরের উন্নয়নের ক্ষতিয়ান তুলে ধরছেন রাজ্য তৃণমূলের সম্পাদক ছত্রধর মাহাত।

ছত্রধর মাহাত (Photo: IANS)

একেবারে মানুষের দুয়ারে পৌঁছে গিয়ে রাজ্য সরকারের দশ বছরের উন্নয়নের ক্ষতিয়ান তুলে ধরছেন রাজ্য তৃণমূলের সম্পাদক ছত্রধর মাহাত। তিনি নিজে ভূমি পুত্র, চাষি বাড়ির ছেলে। এখনও সময় পেলে বাড়িতে পাতা সেলাই বা জমিতে কাজ করেন। তাই গ্রামের মানুষের কাজে হাত লাগিয়ে গল্পের ছলে জেনে নিচ্ছেন তাদের প্রয়ােজনের দিকগুলি।

পাশাপাশি সরকারের দশ বছরের রিপাের্ট কার্ড হাতে নিয়ে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রত্যন্ত গ্রামগুলিতে পৌঁছে যাচ্ছেন। বিনপুর এক ব্লকের লালগড় থানার আমলিয়া গ্রাম থেকে নিত্যদিন ছুটে যাচ্ছেন মানুষের কাছে। শবর অধ্যুষিত গ্রামে বিদ্যুৎ নেই, নেই পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা, কোথাও আবার বার্ধক্য ভাতার সুবিধা পাননি।

গ্রামের মানুষ, কোথাও জাতি গত শংসাপত্র পাননি। গ্রামে গ্রামে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে জেনে নিচ্ছেন, প্রয়োজনে তথ্য নিজের কাছে রাখছেন। শনিবার ঝাড়গ্রাম ব্লকের শালবনি অঞ্চলের সিরশি গ্রামে গিয়ে গ্রামের বাড়ি বাড়ি পৌঁছান তিনি।