• facebook
  • twitter
Saturday, 28 December, 2024

নিয়োগ দুর্নীতিতে পার্থর বিরুদ্ধে চার্জশিট দাখিল

দুর্নীতি মামলায় দু বছরেরও বেশি সময় ধরে জেল হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। যে কোন শর্তে জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। 

পার্থ চট্টোপাধ্যায়। ফাইল চিত্র

শুক্রবার ব্যাংকশাল আদালতে নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট দাখিল করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এক হাজারের বেশি চাকরিপ্রার্থীর থেকে টাকা নিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর সঙ্গীরা। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে এমনই বিস্ফোরক দাবি সিবিআইয়ের। গত ১ অক্টোবর এই মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছিল সিবিআই। শুক্রবার তাঁর বিরুদ্ধে ৪৫ পাতার চার্জশিট পেশ করা হয়েছে। তাতে নাম রয়েছে অয়ন শীল, সন্তু গঙ্গোপাধ্যায়েরও। দুর্নীতি মামলায় দু বছরেরও বেশি সময় ধরে জেল হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। যে কোন শর্তে জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। ইডির মামলায় শর্তসাপেক্ষে জামিনের অনুমতিও মিলেছে।

তবে এখনও জামিন বলবৎ হয়নি। এরই মাঝে শুক্রবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট পেশ করল সিবিআই। এই মামলাতে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে আরও কয়েকজন সরকারি আধিকারিক। জেরায় উঠে এসেছে নানান চাঞ্চল্যকর তথ্য। একাধিক মামলায় নাম জড়িয়েছে ধৃতদের। গত ১ অক্টোবর প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। এদিকে ইডির মামলা থেকে পার্থ চট্টোপাধ্যায়কে অব্যহতি দেওয়ার আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁর আইনজীবী। উচ্চ প্রাথমিক ও এসএলএসটি দুর্নীতিতে জামিন-জল্পনার মধ্যেই প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট পেশ করল সিবিআই।

এই মামলায় গ্রেফতারির ৮৮ দিনের মাথায় পার্থসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট দিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ৪৫ পাতার চার্জশিটে কীভাবে সন্তু বন্দ্যোপাধ্যায় ও অয়ন শীলের মাধ্যমে পার্থর কাছে টাকা পৌঁছে যেত তার বিস্তারিত বিবরণ রয়েছে বলে জানা যাচ্ছে। এই চার্জশিটের ফলে পার্থর জেলমুক্তি ফের অনিশ্চিত হয়ে পড়ল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে গত ১ অক্টোবর পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার দেখিয়েছিল সিবিআই। এরপর তদন্তে সিবিআইয়ের হাতে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পার্থর গ্রেফতারির ৮৮ দিনের মাথায় চার্জশিট পেশ করে সিবিআই আদালতকে জানিয়েছে কীভাবে টাকার বিনিময়ে প্রাথমিকের চাকরি বিক্রি করেছেন পার্থ।

শুক্রবার ব্যাঙ্কশাল আদালতের বিশেষ সিবিআই আদালতে চার্জশিট পেশ করেছে সিবিআই। সঙ্গে প্রায় হাজার পাতার নথিও জমা দিয়েছে তারা। তাতে জানানো হয়েছে, কীভাবে চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা ও নামের তালিকা সন্তু বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়ে দিতেন অয়ন শীল। তারপর সন্তু সেই টাকা দিতেন পার্থকে। এভাবে অযোগ্য চাকরিপ্রার্থীদের নাম উঠে যেত নিয়োগের তালিকায়। সঙ্গে সঙ্গে নিয়োগপত্রও পেয়ে যেতেন তাঁরা। এভাবে হাজারেরও বেশি অযোগ্য প্রার্থীকে চাকরি বিক্রি করেছেন পার্থ, এমনই অভিযোগ সিবিআইয়ের।

সম্প্রতি উচ্চ প্রাথমিক দুর্নীতিতে সিবিআইয়ের মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করেছে কলকাতা হাইকোর্টের তৃতীয় বেঞ্চ। আর এবার তাঁর বিরুদ্ধে নতুন চার্জশিট জমা পড়ায় গ্রেফতারির আড়াই বছর পরেও পার্থর জেলমুক্তি অনিশ্চিত হয়ে পড়ল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।