• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

সপ্তাহান্তে কলকাতা ও জেলায় বৃষ্টির সম্ভাবনা

হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকেই আবহাওয়ার পরিবর্তন ঘটতে শুরু করবে। আগামী কয়েকদিন পূবালী হাওয়ার প্রভাবে কমবে উত্তুরে হাওয়ার দাপট।

lonely boat on a rainy day

সপ্তাহান্তে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বুধবার এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকেই আবহাওয়ার পরিবর্তন ঘটতে শুরু করবে। আগামী কয়েকদিন পূবালী হাওয়ার প্রভাবে কমবে উত্তুরে হাওয়ার দাপট।

সুতরাং শীতের আমেজের অনুভূতিও হ্রাস পাবে। বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ। যার জলীয়বাষ্প ঢুকে মেঘলা হবে আকাশ। আর তাতেই সপ্তাহান্তে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গে সকালে শীতের আমেজ কমবে বলে জানাচ্ছেন আবহবিদরা। রাতের তাপমাত্রাও দুই থেকে তিন ডিগ্রি বাড়বে। খুব সকালের দিকে জেরে উপকুল সংলগ্ন কোনও কোনও এলাকা ঢাকতে পারে সামান্য কুয়াশায়।

বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৭ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৪ শতাংশ। পূবালী হাওয়ায় জলীয়বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে। তার জেরেই রাতের তাপমাত্রা বাড়বে।

উপকুল জেলাগুলিতে সপ্তাহের শেষে হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে মেঘলা আকাশে বৃষ্টির সম্ভাবনা তুলনামুলকভাবে বেশি । হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরেও। উত্তরবঙ্গের আবহাওয়া থাকবে শুষ্ক ও শীতল।

আগামী কয়েকদিনে অবশ্য রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে। শীতের আমেজ কিছুটা কমে সকালের দিকে কুয়াশার দাপট বৃদ্ধি পাবে। সপ্তাহান্তে মেঘলা আকাশের সম্ভাবনাও রয়েছে। সব মিলিয়ে রাজ্যজুড়ে শীতের আমেজে ব্যাঘাত ঘটাবে পুবালী হাওয়া।