নিজস্ব প্রতিনিধি- বেঙ্গল কেমিম্যালসের মত ঐতিহ্যশালী সংস্থার উদ্বৃত্তজমি বিক্রি করে দেওয়া হবে বলে ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। কারণ, এটি একটি অলাভজনক সংস্থা, তাই উদ্বৃত্ত জমি ফেলে রাখতে নারাজ ছিল কেন্দ্র।
এই নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে। কেন্দ্রের উদ্বৃত্ত জমি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করে বেঙ্গল কেমিক্যালসের কর্মী ইউনিয়ন।
তাঁদের বক্তব্য ছিল ‘অলাভজনক সংস্থা’র ভিত্তিতে যে উদ্বৃত্ত জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র, সেটা এখন আর ধোপে টেকেনা, কারণ বিগত কয়েক বছর যাবত বেঙ্গল কেমিক্যালস লাভের মুখ দেখছে।
কর্মী ইউনিয়নের এই যুক্তিকে মান্যতা দিয়ে কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় সরকারের উদ্বৃত্ত জমি বিক্রির সিদ্ধান্ত রদ করে দেয়। ফলে হাইকোর্টের মামলায় জয়ী হয় বেঙ্গল কেমিক্যালসের কর্মী ইউনিয়ন।