• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

রেলের তিন কর্তাকে তলব করল সিবিআই কয়লা পাচারকাণ্ডে

কয়লা পাচারকাণ্ডে রেলের তিন পদস্থ কর্তাকে তলব করল সিবিআই। এঁরা হলেন বারাবনির স্টেশন মাস্টার, চিফ কন্ট্রোলার এবং সিনিয়র ডিভিশনাল অপারেশন ম্যানেজার।

সিবিআই (Photo: IANS)

এবার কয়লা পাচারকাণ্ডে রেলের তিন পদস্থ কর্তাকে তলব করল সিবিআই। এঁরা হলেন বারাবনির স্টেশন মাস্টার, চিফ কন্ট্রোলার এবং সিনিয়র ডিভিশনাল অপারেশন ম্যানেজার। এদিকে, কয়লা কাণ্ডে সিবিআইয়ের জালে আরও একজন। তার নাম বামাপদ দে। লালা-ঘনিষ্ঠ বলে পরিচিত।

শিলিগুড়ি থেকে তাকে গ্রেফতার করে নিজাম প্যালেসে আনা হচ্ছে। কয়লাকাণ্ডে প্রয়ােজনীয় বহু গুরুত্বপূর্ণ তথ্য তাকে জেরা করে মিলতে পারে বলে মনে করছে সিবিআই। অন্যদিকে, কয়লাকাণ্ডে উঠে এ সছে কলকাতার ২৬ জন ব্যবসায়ীর নাম।

ইতিমধ্যে তাদের মধ্যে দশজনের বাড়িতে তল্লাশি চালানাে হয়েছে। এই তল্লাশিতে যে তথ্য উঠে এসেছে তা তদন্তে গতি আনবে করছেন আধিকারিকরা। এদের সবার সঙ্গে বিনয় মিশ্রের টাকা লেনদেনের প্রমাণও মিলেছে বলে জানা যাচ্ছে বলে মনে