আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ৪ জন নার্সকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। বৃহস্পতিবার তাঁরা সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন। জানা গিয়েছে, আরজি কর কাণ্ডের তদন্তে মোট ৭ জন নার্সকে তলব করা হয়েছে। তাঁদের মধ্যে ৪ জন বৃহস্পতিবার হাজিরা দিয়েছেন। শুক্রবার বাকি ৩ জনের সিজিও কমপ্লেক্সে যাওয়ার কথা রয়েছে।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, ৯ আগস্ট আরজি কর মেডিক্যালে ধর্ষণ ও খুনের দিন জরুরি বিভাগে যে সকল নার্স কর্মরত ছিলেন তাঁদের তলব করা হয়েছে। সেই তলব পেয়েই হাজিরা দিচ্ছেন তাঁরা। এ দিন ৪ জন নার্সকে বেশ কিছুক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
ঘটনার দিন হাসপাতালে কর্তব্যরত নার্সদের মধ্যে ছিলেন শম্পা দাস। এ দিন তাঁকেও সিবিআই জিজ্ঞাসাবাদ করেছেন। শম্পার মোবাইলে ঘটনার দিনের একটি ভিডিয়ো ছিল বলে অভিযোগ করা হয়েছিল, যা পরে তিনি ডিলিট করে দিয়েছিলেন। এই নিয়ে বিস্তর জল্পনাও হয়। যদিও বৃহস্পতিবার সিবিআই দপ্তরে হাজিরা দিতে এসে এসব অভিযোগ অস্বীকার করেছেন শম্পা।
উল্লেখ্য, গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। দেশজুড়ে সেই ঘটনার প্রতিবাদে শামিল হন সাধারণ মানুষ। এই ঘটনায় এক মাত্র অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। তবে নির্যাতিতার পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে, এই ঘটনায় সঞ্জয় ছাড়াও আরও অনেকে জড়িত রয়েছেন। ঘটনার দিন রাতে হাসপাতালে কর্তব্যরত সকল নার্স ও চিকিৎসককে ডেকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছিলেন নির্যাতিতার বাবা-মা। তদন্ত হাতে নেওয়ার পর কয়েকজন চিকিৎসককে ডেকে জিজ্ঞাসাবাদও করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এ বার ফের আরজি কর হাসপাতালে কর্তব্যরত নার্সদের ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই।