• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

নিয়োগ মামলায় এবার তাপস ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীকে তলব করল সিবিআই

নিজস্ব প্রতিনিধি:  নিয়োগ মামলায় এবার তাপস ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীকে তলব করল সিবিআই।  ওই নেত্রীর বাড়িতে আগেও তল্লাশি  চালিয়েছে সিবিআই।  নিয়োগ দুর্নীতি মামলায় এবার  সিবিআইয়ের ডাক পেল  তৃণমূলীর নেত্রী ইতি সরকার।  নদিয়া জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি। তিনি এলাকায় পরিচিত ছিলেন নদীয়া জেলার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার ঘনিষ্ট হিসাবে।  তাপসকে এর আগে বেশ

নিজস্ব প্রতিনিধি:  নিয়োগ মামলায় এবার তাপস ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীকে তলব করল সিবিআই।  ওই নেত্রীর বাড়িতে আগেও তল্লাশি  চালিয়েছে সিবিআই।  নিয়োগ দুর্নীতি মামলায় এবার  সিবিআইয়ের ডাক পেল  তৃণমূলীর নেত্রী ইতি সরকার।  নদিয়া জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি। তিনি এলাকায় পরিচিত ছিলেন নদীয়া জেলার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার ঘনিষ্ট হিসাবে।  তাপসকে এর আগে বেশ কয়েকবার নিয়োগ দুর্নীতি মামলা জিজ্ঞাসা বাদ করেছে সিবিআই। তাপসের বাড়িতে চালানো হয়েছিল তল্লাশিও।

গত শুক্রবার তাপস  সিবিআইয়ের ডাকে সাড়া দিয়ে নিজাম প্যালেসে গিয়েছিলেন।  সেদিন তাপসের কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করে  কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।  আর তার ঠিক সাত দিনের মধ্যেই তাপস ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীকে তলব করল সিবিআই।  উল্লেখ্য, এর আগে তাপসের বাড়িতে গিয়ে তল্লাশি অভিযান চালানো  হয়  সিবিআইয়ে তরফে।  এই সময় তাপস ঘনিষ্ট ইতির বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হয়।  কিন্তু দুজনের বাড়িতে কেউ তেমন কিছু পাওয়া যায়নি।

সিবিআই তল্লাশি অভিযানের পর ফিরে গেলে, সেই আনন্দে তাপসের বাড়িতে  মাংস-ভাতের ভোজ দেওয়া হয় তাঁর অনুগামীদের।  এই সময় ইতি বলেছিলেন, তাঁর  দৃঢ় বিশ্বাস ছিল কাকু ফিরে আসবেন।  এবার সেই তাপস ঘনিষ্ঠ তথা নদীয়ার জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক  ইতিকে ডেকে পাঠাল সিবিআই।  সূত্রের খবর ইতি দীর্ঘদিন ধরেই বিভিন্ন সরকারি স্কুলে  স্কুলের পোশাক সরবরাহ ব্যবসায় যুক্ত ছিলেন। এর পাশাপাশি তিনি বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়ার কাজও করতেন।