• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

ইডি-র সিল করা শাহজাহান শেখের সেই বাড়িতে সিবিআই

বসিরহাট, ৮ মার্চ: আজও সন্দেশখালিতে ইডি-র সিল করা শাহজাহান শেখের সেই বাড়িতে গেল সিবিআই। গতকাল বৃহস্পতিবারের পর আজ শুক্রবার ফের শাহজাহান শেখের বাড়িতে বড় দল নিয়ে গেল সিবিআই। নিরাপত্তার জন্য সঙ্গে নিয়ে যায় বিশাল আকারের একটি কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান-সহ রয়েছেন অন্তত ৫০ জন। আজ শাহজাহানের বাড়িতে তদন্তকারীরা ঢুকেছেন। বাড়ি ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনীর

বসিরহাট, ৮ মার্চ: আজও সন্দেশখালিতে ইডি-র সিল করা শাহজাহান শেখের সেই বাড়িতে গেল সিবিআই। গতকাল বৃহস্পতিবারের পর আজ শুক্রবার ফের শাহজাহান শেখের বাড়িতে বড় দল নিয়ে গেল সিবিআই। নিরাপত্তার জন্য সঙ্গে নিয়ে যায় বিশাল আকারের একটি কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান-সহ রয়েছেন অন্তত ৫০ জন। আজ শাহজাহানের বাড়িতে তদন্তকারীরা ঢুকেছেন। বাড়ি ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তালা খুলে শাহজাহান শেখের বাড়িতে ঢুকল সিবিআই। তাদের সঙ্গে রয়েছেন ইডির দু’জন আধিকারিক সহ ফরেন্সিক দল। বাড়ির চারপাশ ঘুরে দেখছেন তাঁরা। আজ সিবিআই-এর সঙ্গে রয়েছে ফরেনসিক দল। ফরেনসিক বিশেষজ্ঞরা এলাকা থেকে নমুনা সংগ্রহ করছেন। তাঁরা শাহজাহানের বাড়ির আশপাশ, যাওয়া-আসার এলাকার স্কেচ করে নিচ্ছেন। ক্যামেরাবন্দি করা হচ্ছে বিভিন্ন মুহূর্ত। তাঁদের সঙ্গে রয়েছেন দুইজন ইডি আধিকারিকও। ইডির সঙ্গে কথা বলেই তথ্যপ্রমাণ সংগ্রহ করা হচ্ছে।

বৃহস্পতিবার বিকেলে সন্দেশখালির আকুঞ্জীপাড়া মোড়ে শাহজাহানের বাড়িতে যান সিবিআইয়ের কয়েক জন আধিকারিক। তবে বাড়ির ভিতরে তাঁরা ঢোকেননি। শাহজাহানের বাড়িতে এর আগে রেশন ‘দুর্নীতি’ মামলার তদন্ত করতে গিয়েছিল ইডি। তাঁরা দ্বিতীয়বার গিয়ে শাহজাহানের বাড়িতে তালা ভেঙে ঢুকেছিল। বেশ কয়েক ঘণ্টা তল্লাশি চালিয়ে বাড়ি সিল করে দিয়ে বেরিয়ে যান ইডি আধিকারিকরা। শাহজাহানের বাড়ির বাইরে নোটিসও ঝুলিয়ে দেওয়া হয়েছিল। সেই অবস্থাতেই পড়ে আছে বাড়িটি। বাড়ির বাইরে রয়েছে সিসি ক্যামেরা। শাহজাহানের সেই বাড়ির সামনেই বৃহস্পতিবার হাজির হয় সিবিআই। আদালতের নির্দেশে তারা এখন সন্দেশখালিকাণ্ডের তদন্ত করছে। সিবিআই আধিকারিকরা শাহজাহানের বাড়ির সামনে যান, আশপাশ ঘুরে দেখেন, বেশ কিছু ছবি তোলেন এলাকার। কয়েক মিনিট থেকে আবার তাঁরা ফিরে যান। সিবিআইয়ের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীও।শাহজাহানের বাড়ি থেকে বেরিয়ে সিবিআই যায় সন্দেশখালির শাহজাহান মার্কেটে। ওই বাজার এলাকায় শাহজাহানের অফিসও রয়েছে। সেখানেই এদিন সিবিআই আধিকারিকরা যান। বেশ কিছু ছবিও তোলা হয় মার্কেটের।