• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় গরুর গাড়ি, অভিনব কর্মসূচি তৃণমূলের 

সারা দেশব্যাপী পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ বালুরঘাটে। রাস্তায় গরুর গাড়ি নামিয়ে মিছিল করলাে তৃণমূল। 

প্রতীকী ছবি (File Photo: IANS)

সারা দেশব্যাপী পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ বালুরঘাটে। রাস্তায় গরুর গাড়ি নামিয়ে মিছিল করলাে তৃণমূল। 

শনিবার দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে মিছিলের আয়ােজন করা হয়। বালাপুর এলাকা থেকে বালুরঘাট পর্যন্ত ১৭ কিলােমিটার দীর্ঘ গরুর গাড়ির মিছিল ও সাইকেল মিছিলের আয়ােজন করা হয়। 

এই মিছিলে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের কো অডিনেটর সুভাষ চাকি, দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অম্বরিশ সরকার সহ অন্যান্য নেতৃত্ব। 

এই প্রতিবাদ মিছিল থেকেই তৃণমূল যুব কংগ্রেস একুশে জুলাই উপলক্ষে প্রচার শুরু করে। তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অরিশ সরকার জানিয়েছেন, দেশ জুড়ে পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নেমেছেন।