শালিমার স্টেশনে টাকার পাহাড়! এক যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার প্রায় ১৮ লক্ষ টাকা। শালিমার স্টেশনে দুরন্ত এক্সপ্রেসের এক যাত্রীর ব্যাগ থেকে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। ওই ব্যক্তির নাম বিনয় কুমার। তিনি হাওড়ার পিকে ব্যানার্জি রোডের বাসিন্দা। কীভাবে তাঁর কাছে এই টাকা এল, তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁকে আটক করা হয়েছে।
জিআরপি সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে পাটনা-শালিমার দুরন্ত এক্সপ্রেস শালিমার স্টেশনে পৌঁছয়। সেই ট্রেন থেকে বিনয় একটি ব্যাগ নিয়ে নামেন। ৩ নম্বর প্লাটফর্ম দিয়ে হেঁটে যাওয়ার সময় তাঁকে দেখে সন্দেহ হয় পুলিশের। ব্যাগ খুলে দেখাতে বলা হলে তিনি প্রথমে থতমত খেয়ে যান এবং তা দেখাতে রাজি হননি।
এরপর ব্যাগটি তল্লাশি করেন জিআরপি কর্মীরা। ওই ব্যাগ থেকে প্রায় ১৭ লক্ষ ৯৪ হাজার টাকা উদ্ধার করা হয়। টাকার উৎস এবং সেই সম্পর্কিত কোনও কাগজপত্র দেখাতে বলা হলে তিনি তা দেখাতে পারেনি। তদন্তের স্বার্থে ওই টাকা বাজেয়াপ্ত করা হয় এবং যুবককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে।
ওই ব্যক্তি কোথা থেকে এত পরিমাণ নগদ টাকা পেলেন? কোথা থেকে নিয়ে আসছিলেন? কোথায় নিয়ে যাচ্ছিলেন? এখনও জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন শালিমার জিআরপির আধিকারিকরা।
নভেম্বর মাসেও হাওড়া স্টেশন থেকে লক্ষাধিক টাকা মূল্যের সোনা ও রুপোর গয়না উদ্ধার হয়। হাওড়া স্টেশনের আরপিএফ আধিকারিকরা প্রায় ৭৭০ গ্রাম ওজনের সোনার গয়না, রুপোর মূর্তি এবং নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করেন। হরিশ কুমার বর্মা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।