শনিবার সন্ধ্যায় সন্তান কোলে নিয়ে ক্যানিং রেললাইনে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বছর তিরিশের এক গৃহবধূ।
রেল পুলিশের তৎপরতায় মা ও সন্তান দুজনেই প্রাণে বাঁচে। হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। মা ও সন্তান দুজনেই সুস্থ।
সূত্রের খবর , ক্যানিংয়ের দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের অঙ্গদবেড়িয়া গ্রামের আত্মহত্যা করতে যাওয়া আজিনা গায়েনের বিয়ে হয় ওড়িশার রাজ্জাক সর্দারের সাথে। আজিনার স্বামী রাজ্জাক আলিপুরে দীর্ঘদিন ধরেই রান্নার কাজ করেন।
ক্যানিংয়ের বাড়িতে মাঝে মাঝে আসতেন। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি হত। শনিবার ভিডিও কলে স্বামী স্ত্রীর তর্কাতর্কি। এরপরই সন্তানকে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে আজিনা। মেয়ে রেগে বেরিয়ে যাচ্ছে দেখে মা সাকিনা বিবিও মেয়ের খোঁজে বাড়ি থেকে বেরিয়ে পড়ে।
এরই মধ্যে খবর আসে , রেললাইনে আত্মহত্যা করতে যাওয়া একজনকে উদ্ধার করেছে রেল পুলিশ । মেয়েকে রেল পুলিশ বাঁচানোয় কৃতজ্ঞ মা সাকিনা বিবি । এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।