মঙ্গলবার কলকাতা হাইকোর্টে ওঠে ‘থ্রেট কালচার’ বিষয়ক মামলা। ফের সরকারি মেডিক্যাল কলেজে ‘থ্রেট কালচার’-এর অভিযোগ। অভিযোগ, জুনিয়র চিকিৎসকদের হাতে হেনস্থার শিকার হতে হচ্ছে সাগর দত্ত মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকদের, দেওয়া হচ্ছে হুমকি। ইতিমধ্যেই, সাগর দত্ত মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকেরা অভিযোগ দায়ের করেছিলেন কলকাতা হাইকোর্টে। তা সত্ত্বেও সাগর দত্ত মেডিক্যাল কলেজে থ্রেট কালচার অব্যাহত।
জুনিয়র ডাক্তারদের হাতে লাগাতার হেনস্থা হতে হচ্ছে, তাঁদের হুমকিও শুনতে হচ্ছে। সিনিয়র ডাক্তারদের দায়ের করা মামলায় মেডিক্যাল কলেজের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। এবার হাইকোর্টের পক্ষ থেকে এই মর্মে মেডিক্যাল কলেজের কাছ থেকে রিপোর্ট তলব করা হল। প্রসঙ্গত, সাগর দত্ত মেডিক্যাল কলেজের থ্রেট কালচার মামলা চলছে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে। আগামী ১৯ নভেম্বরের মধ্যে এই মামলার রিপোর্ট তলব করা হয়েছে। অন্যদিকে সেদিনই হাইকোর্টে শুনানি হওয়ার কথা আরজি কর ও বর্ধমান মেডিক্যাল কলেজের থ্রেট কালচার সংক্রান্ত মামলা দুটির।
উল্লেখ্য, গত ৯ অগস্ট আরজি করে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। রাতের অন্ধকারে কর্মরত অবস্থায় ট্রেনি চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে, ঘটনার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। ইতিমধ্যেই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। সুপ্রিম কোর্টের পাশাপাশি শিয়ালদহ আদালতে সোমবার থেকে শুরু হয়েছে আরজি কর মামলার রুদ্ধদ্বার শুনানি। ৯ অগস্ট আরজি করে মর্মান্তিক ঘটনা ঘটার পর থেকেই আন্দোলনের পথে নামেন জুনিয়র চিকিৎসকেরা। রাজ্যের বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজগুলিতে থ্রেট কালচার চলে বলে অভিযোগ তোলা হয়।
সাগর দত্ত মেডিক্যাল কলেজে ‘থ্রেট কালচার’ প্রসঙ্গে মামলাকারী চিকিৎসক মনোজিৎ মুখোপাধ্যায়ের আইনজীবী জানিয়েছেন, আরজি করের ঘটনার পর সাগর দত্ত মেডিক্যাল কলেজে তাঁদের প্রতিবাদের সময়ে কিছু জুনিয়র ডাক্তার সিনিয়রদের হুমকি দেয়। এমনকী ৫ সেপ্টেম্বর হাসপাতালের মধ্যে কর্তৃপক্ষের সঙ্গে তাঁদের বৈঠকের সময় ওই ডাক্তারি পড়ুয়ারা হামলা চালায়। ঘর ভাঙচুর করা হয়। বারংবার অ্যান্টি র্যাগিং কমিটিতে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। আগামী ১৯ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।