• facebook
  • twitter
Monday, 25 November, 2024

সন্দেশখালি কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা, ৫ মার্চ: সন্দেশখালি মামলার তদন্ত সিবিআই-এর হাতে দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। আজ প্রধান বিচারপতির বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আজ, মঙ্গলবার বিকেল ৪.৩০ মিনিটের মধ্যে শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে হস্তান্তর করবে। রাজ্য পুলিশকে এমনই নির্দেশ দিয়েছে রাজ্যের উচ্চ আদালত। পাশাপাশি, গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে ইডি-র ওপর হামলার ঘটনায় সিট গঠনের নির্দেশও খারিজ হয়ে গেল। ন্যাজাট

কলকাতা, ৫ মার্চ: সন্দেশখালি মামলার তদন্ত সিবিআই-এর হাতে দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। আজ প্রধান বিচারপতির বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আজ, মঙ্গলবার বিকেল ৪.৩০ মিনিটের মধ্যে শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে হস্তান্তর করবে। রাজ্য পুলিশকে এমনই নির্দেশ দিয়েছে রাজ্যের উচ্চ আদালত।

পাশাপাশি, গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে ইডি-র ওপর হামলার ঘটনায় সিট গঠনের নির্দেশও খারিজ হয়ে গেল। ন্যাজাট ও বনগাঁ থানার ৩টি মামলাও সিবিআই-এর হাতে হস্তান্তরের নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এই মামলা সংক্রান্ত সমস্ত নথি সিবিআই-কে অর্পণ করার নির্দেশ দিয়েছে রাজ্যের উচ্চ আদালত।