• facebook
  • twitter
Sunday, 22 September, 2024

বঙ্গভবনে সংস্কার হয়নি, অভিযোগে নৌসেনার গেস্ট হাউসের বাসিন্দা রাজ্যপাল বোস

কলকাতা, ১ ফেব্রুয়ারি– সংস্কার না হওয়ার রাগে বঙ্গভবন ছাড়লেন বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ বর্তমানে তাঁর ঠিকানা নৌসেনার গেস্ট৷ বঙ্গভবন ছাড়ার কারণ হিসেবে রাজ্যপাল জানিয়েছেন, সংস্কার হয়নি বঙ্গভবনের তাই তিনি থাকতে যাচ্ছেন নৌসেনার গেস্ট হাউসে৷ এদিকে বৃহস্পতিবার তাঁর কোঝিকোড় সফরের যাওয়ার কথা৷ তারপরই প্রশ্ন উঠেছে সংস্কারের কাজ না হওয়ার রাগে বঙ্গভবন ছাড়লেন নাকি কোঝিকোড়

কলকাতা, ১ ফেব্রুয়ারি– সংস্কার না হওয়ার রাগে বঙ্গভবন ছাড়লেন বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ বর্তমানে তাঁর ঠিকানা নৌসেনার গেস্ট৷ বঙ্গভবন ছাড়ার কারণ হিসেবে রাজ্যপাল জানিয়েছেন, সংস্কার হয়নি বঙ্গভবনের তাই তিনি থাকতে যাচ্ছেন নৌসেনার গেস্ট হাউসে৷

এদিকে বৃহস্পতিবার তাঁর কোঝিকোড় সফরের যাওয়ার কথা৷ তারপরই প্রশ্ন উঠেছে সংস্কারের কাজ না হওয়ার রাগে বঙ্গভবন ছাড়লেন নাকি কোঝিকোড় সফরের সুবিধার জন্য? যদিও এই প্রশ্নের সঠিক কোনও তথ্য অবশ্য জানা যায়নি৷
সূত্রের খবর, গতবার দিল্লি সফরের সময় বঙ্গভবনে আসেন রাজ্যপাল৷ সেই সময় বঙ্গভবন সংস্কার করার কথা বলেন রাজ্যপাল বোস৷ রেসিডেন্ট কমিশনারের তরফে তাঁকে বলা হয় রাজভবন থেকে সরাসরি পূর্ত দপ্তরকে লিখিত নির্দেশ দেওয়া হোক৷ দিল্লি রেসিডেন্ট কমিশনকে তার কপি দিতে৷ অথবা দিল্লি রেসিডেন্ট কমিশনকে লিখিত নির্দেশ দিলে তারা পূর্ত দপ্তরের সঙ্গে আলোচনা করে সেই কাজ করে নেবে৷ যেহেতু বেশ কয়েক লক্ষ টাকার কাজ তাই সরকারি অনুদান ছাড়া তা কার্যত সম্ভব নয়৷

সূত্রের খবর, সরকারি অনুদান পেতেও কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়৷ তবে সূত্রের খবর, লিখিত নির্দেশ দিতে রাজি হননি রাজ্যপাল৷ বুধবার রাজ্যপাল চাণক্যপুরীর নতুন বঙ্গভবনে যান৷ তাঁর নির্দিষ্ট ঘরের সেই কাজগুলি হয়নি দেখেই বিরক্ত হন রাজ্যপাল৷ রেসিডেন্ট কমিশনারের থেকে জানতে চান কেন এখনও সেগুলো হল না৷ এর পরই নাকি তিনি বঙ্গভবন ছেডে় নৌসেনার গেস্ট হাউসে চলে যান৷