মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এমএসএমই ও রাজ্যের বস্ত্র দপ্তরের উদ্যোগে রাজ্য জুড়ে শুরু হয়েছে সিনার্জি অ্যান্ড বিজনেস কনক্লেভ। মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পঙ এই দুই জেলায় এই কনক্লেভের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএসএমই দপ্তরের প্রধান সচিব রাজেশ পাণ্ডে। তিনি জানান, এক্ষেত্রে ক্রেডিট কার্ড স্কিমের মাধ্যমে ঋণ পাওয়ার সুযোগ রয়েছে। এই স্কিম-এ হ্যান্ডলুম ও খাদির সঙ্গে যুক্ত তাঁতিদের আর্থিক সহায়তা প্রকল্প, এবং এমএসএমই-র প্রসারে নানা রকম প্রকল্পের কথা তুলে ধরেন দপ্তরের প্রধান সচিব। পশ্চিমবঙ্গে খাদি ও গ্রামীণ শিল্পের উন্নয়নে নেওয়া হয়েছে একগুচ্ছ পরিকল্পনা।
২০২৪-২৫ আর্থিক বছরে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত দার্জিলিং ও কালিম্পঙ জেলায় ব্যাঙ্ক মারফত মোট ৪ হাজার ৮৮৮ কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে। দার্জিলিং-এ দেওয়া হয়েছে ৪ হাজার ৮২৫ কোটি টাকার ঋণ কালিম্পঙ-এ ৬৩ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। এছাড়াও দার্জিলিং-এ মহিলা সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়াও অ্যাডভান্সড পোশাক ডিজাইনিং প্রশিক্ষণের লক্ষ্যে ৮.১৩ লক্ষ টাকার প্রস্তাব নেওয়া হয়েছে।
দার্জিলিং ও কালিম্পঙ জেলা থেকে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের কাছ থেকে এই সম্মেলনে প্রায় ৯০০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পাওয়া গেছে। আশা করা হচ্ছে, আগামী দিনে এই দুই জেলায় আনুমানিক ৩ হাজার ৫০০ কোটি টাকার বিনিয়োগ আসতে পারে। কর্মসংস্থান হতে পারে ৫০ হাজার মানুষের।