আগামী ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে শুরু হতে পারে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন। চলবে দুই সপ্তাহ ধরে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এটিই রাজ্যের শেষ পূর্ণাঙ্গ বাজেট। তাই এই বাজেট সরকারের কাছে বেশ গুরুত্বপূর্ণ।
আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকারের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেই তারিখকে মাথায় রেখে ৭ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হতে পারে বলে জল্পনা ছড়িয়েছিল। কিন্তু বিধানসভা নির্বাচনের আগে এই বাজেটের গুরুত্ব বুঝে অতিরিক্ত সময় হাতে নিতে চাইছে রাজ্য সরকার। তাই ১২ ফেব্রুয়ারি তারিখকে সামনে রেখে প্রস্তুতি শুরু হয়েছে। এই সময়ের মধ্যে মুখ্যমন্ত্রীর বিভিন্ন জেলার সফরও শেষ হবে।
রাজ্য প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, এ বারের বাজেটে বেশ কয়েকটি নতুন প্রকল্পের ঘোষণা করতে পারেন মমতা। রূপশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পগুলিতে অতিরিক্ত অর্থ সংযোজন করা হতে পারে। কেন্দ্রের বাজেটে রাজ্যের জন্য বরাদ্দ কেমন থাকছে তা দেখে নিয়ে বাজেটে চমক রাখতে পারেন মুখ্যমন্ত্রী।
এই বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা কতটা বৃদ্ধি পায় সেই দিকে তাকিয়ে আছে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনগুলি। সম্প্রতি অষ্টম পে কমিশন ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এই কারণে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও রাজ্য সরকারি কর্মচারীদের বেতন ও মহার্ঘ ভাতার মধ্যে পার্থক্য আরও বেড়ে গিয়েছে। এই আবহে রাজ্য সরকার বাজেটে সরকারি কর্মচারীদের জন্য কী ঘোষণা করে সেটাই দেখার।