• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

মমতার মুখে বুদ্ধের স্লোগান, উন্নততর তৃণমূলের হয়ে প্রচার

গীতাঞ্জলি স্টেডিয়ামে তফশিলি জাতি উপজাতির সংগঠনের মঞ্চে তৃণমূল নেত্রী বললেন, তৃণমূল কংগ্রেসের বিকল্প শুধুমাত্র উন্নততর তৃণমূল আর কেউ নয়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (ছবি: IANS)

ইতিহাসের ধ্বনি কখনও কখনও প্রতিধ্বনিও তােলে। বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার গীতাঞ্জলি স্টেডিয়ামে তফশিলি জাতি উপজাতির সংগঠনের মঞ্চে তৃণমূল নেত্রী বললেন, তৃণমূল কংগ্রেসের বিকল্প শুধুমাত্র উন্নততর তৃণমূল আর কেউ নয়।

মমতার এই স্লোগান প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কথা মনে করিয়ে দিল। মহাকরণ থেকে জ্যোতি বসু চলে যাওয়ার পরে বুদ্ধদেব ভট্টাচার্য গদিতে বসার পর ভােটের আগে স্লোগান তুলেছিলেন, বামফ্রন্টের কোনও বিকল্প নেই। বামফ্রন্টের বিকল্প আরও উন্নততর বামফ্রন্ট।

গেরুয়া ঝড়ে দলের ভাঙনের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের। কণ্ঠেও প্রতিধ্বনিত হল প্রাক্তনের সেই স্লোগান। বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রীর চেয়ারে ছিলেন, তখন শুদ্ধিকরণ প্রক্রিয়ার কথাও বলেছিলেন। বুদ্ধবাবুর উন্নততর বামফ্রন্টের স্লোগানে অনেকেই অসন্তুষ্ট হয়েছিলেন।

কিন্তু বুদ্ধবাবু বুঝেছিলেন নিচুতলায় সিপিএম-এর একশ্রেণির নেতাকর্মীর আচরণ, দাপট, সন্ত্রাসের বিরুদ্ধে মানুষ খুঁসছে। সেই সময় সমীর পুততুণ্ড, সইফুদ্দিন চৌধুরীরা দলের বিরুদ্ধে সরব হয়েছিলেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আজকের তৃমমূলের অবস্থাও সেদিনের থেকে ভিন্ন নয়। বিশেষ করে দলত্যাগী তৃণমূল নেতা-মন্ত্রীরা যেভাবে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সরব হচ্ছেন। শুভেন্দু অধিকারীর পরে রাজীব বন্দ্যোপাধ্যায়ও একইভাবে আক্রমণ করছেন ছেড়ে যাওয়া দলকে। কাটমানি, ভােলাবাজি, সিন্ডিকেট নিয়ে সরব হচ্ছেন।

ড্যামেজ কন্ট্রোলে দিদিকে বলে, দুয়ারে সরকার, পাড়ায় সমাধান ইত্যাদি কর্মসূচি নেওয়া হয়েছে। তারপরেও ফের বুদ্ধদেব ভট্টাচার্যের তােলা স্লোগানেই ভরসা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই উন্নততর তৃণমূলের মুখও কিন্তু সেই তিনিই, মমতা বন্দ্যোপাধ্যায়।