গ্রামবাসীদের সাথে বচসার জেরে সীমান্তে গুলি চালালাে বিএসএফ, আহত ১

প্রতিকি ছবি (Photo: AFP)

সীমান্তের কাটাতারের বেড়ার ওপারে বিএসএফ বাহিনীর গুলি চালানাের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ওপারের স্থানীয় গ্রামবাসীদের সাথে বচসার জেরে গুলি চালিয়েছে বিএসএফ বলে অভিযােগ।

বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার ভারত বাংলা সীমান্তের হিলির নিচা গােবিন্দপুর গ্রামে। স্থানীয় সুত্রে জানা গেছে, এদিন সীমান্তের কাটাতারের বেড়ার ওপারে থাকা নিচা গােবিন্দপুরে গ্রামবাসীদের সাথে বিএসএফের তর্কাতর্কি ও বচসার জেরে উত্তেজনা তৈরি হয়।

এরপরেই একত্রিত হওয়া গ্রামবাসীকে ছত্রভঙ্গ করতে বিএসএফ গুলি চালায় বলে অভিযােগ। ছোরা গুলিতে আহত হয়েছে এক গ্রামবাসী। নাম আশরাফুল মােল্লা বয়স ২৭। জানা গেছে, আশরাফুল মােল্লা কিছু প্যাকেট বর্ডারে দিকে নিয়ে যেতে গেলে তখনই বিএসএফের সাথে তার তর্কাতর্কি হয়।


এরপরই ওই গ্রামের রুটিন ভিজিটে আসে বিএসএফ। কিছুক্ষণের মধ্যেই গ্রামবাসীরা একত্রিত হয়ে বিক্ষোভ ও প্রতিবাদ জানাতে থাকে। গ্রামবাসীদের ছত্রভঙ্গ করতে এক জওয়ান ছররা গুলি চালায়। আহত আসরাফুল মােল্লাকে চিকিৎসার জন্য বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে।