• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

জম্মুতে জঙ্গিদের গুলিতে শহিদ দার্জিলিঙের ব্রিজেশ, আক্ষেপ নেই বাবার, শোকপ্রকাশ করলেন মমতা

নিজস্ব প্রতিনিধি, দার্জিলিং: জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে ছেলের৷ দেশকে রক্ষা করার সময় গিয়েছে প্রাণ৷ তাই এই মৃত্যুতে কোনও আক্ষেপ নেই প্রাক্তন কর্ণেল বাবার৷ সোমবার সন্ধ্যায় জম্মুর ডোডা জেলার দেশা জঙ্গল এলাকায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে জখম হন দার্জিলিঙের ব্রিজেশ থাপা সহ আরও তিন জন সেনাকর্মী ৷ গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসা চলাকালীন

নিজস্ব প্রতিনিধি, দার্জিলিং: জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে ছেলের৷ দেশকে রক্ষা করার সময় গিয়েছে প্রাণ৷ তাই এই মৃত্যুতে কোনও আক্ষেপ নেই প্রাক্তন কর্ণেল বাবার৷ সোমবার সন্ধ্যায় জম্মুর ডোডা জেলার দেশা জঙ্গল এলাকায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে জখম হন দার্জিলিঙের ব্রিজেশ থাপা সহ আরও তিন জন সেনাকর্মী ৷ গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়৷ মঙ্গলবার সকালে সেই খবর এসে পৌঁছয় দার্জিলিঙের থাপা পরিবারের কাছে৷ শোকস্তব্ধ পবিরার৷ ব্রিজেশের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

উল্লেখ্য, ডোডা জেলার দেশা জঙ্গলে কয়েকজন জঙ্গির লুকিয়ে থাকার খবর পায় ভারতীয় সেনা৷ সোমবার সন্ধ্যায় ওই এলাকায় তল্লাশি অভিযান চালায় তাঁরা৷ এই অভিযানের নেতৃত্বে ছিলেন সেনা আধিকারিক ব্রিজেশ থাপা৷ অভিযানের সময় জঙ্গি ও সেনাদের মধ্যে শুরু হয়ে যায় গুলির লড়াই৷ ২০ মিনিটের বেশি সময় ধরে এই লড়াই চলে৷ এর জেরে গুরুতর জখম হন ব্রিজেশ সহ আরও ৩ সেনাকর্মী৷ পরে ব্রিজেশকে হাসপাতালে ভর্তি করানো হলে বাঁচানো যায়নি৷

মঙ্গলবার ব্রিজেশের মৃত্যুর খবর তাঁর দার্জিলিঙের বাড়িতে গিয়ে পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন তাঁর মা নীলিমা৷ প্রাক্তন কর্ণেল বাবা ভুবনেশের মুখে শোকের ছাপ ছিল স্পষ্ট৷ তিনি বলেন, ‘ছোটো থেকেই ব্রিজেশের সেনার প্রতি খুব টান ছিল৷ কষ্ট হচ্ছে, কিন্তু আক্ষেপ নেই৷ আমার সন্তান দেশকে রক্ষা করতে গিয়ে শহিদ হয়েছে৷’

ব্রিজেশ থাপার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, জম্মু ও কাশ্মীরে ডিউটি করার সময় দার্জিলিং-এর এক তরুণ সেনা অফিসার শহিদ হয়েছে৷ এই ঘটনায় আন্তরিক সমবেদনা জানাই৷ বুধবার ব্রিজেশের দেহ বিশেষ বিমানে বাগডোগরা বিমানবন্দরে নিয়ে আসা হবে বলে জানা গিয়েছে৷ এরপর তাঁকে বাগডোগরা সেনা ছাউনিতে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানো হবে৷ তারপর সেখান থেকে সড়কপথে তাঁর দেহ নিয়ে যাওয়া হবে লেবংয়ে তাঁর বাড়িতে৷

প্রসঙ্গত, স্কুলের পড়াশোনা শেষ করে মুম্বইয়ের ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছিলেন ব্রিজেশ৷ সেখান থেকে বি-টেক শেষ করে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস পরীক্ষায় বসেন৷ ২০১৮ তে পরীক্ষায় পাশ করে ২০১৯ সালে সেনাবাহিনীতে যোগ দেন তিনি৷ সূত্রের খবর, চলতি মাসেই তাঁর বাড়ি ফেরার কথা ছিল৷ ব্রিজেশের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ শহিদ জওয়ানের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি৷