• facebook
  • twitter
Monday, 16 September, 2024

এসএসকেএম হাসপাতালে বোমাতঙ্ক, ছুটল বম্ব স্কোয়াড

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরকারি প্রতিষ্ঠান, স্কুলের পর এবার হাসপাতাল। শহরে ফের বোমাতঙ্ক। মঙ্গলবার শহরের একাধিক সরকারি হাসপাতালকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি মেইল আসে। তারপরেই খবর যায় লালবাজারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশের বম্ব স্কোয়াড। কার্যত চিরুনি তল্লাশি চালানো হয়। তবে শেষ পর্যন্ত কিছুই উদ্ধার হয়নি বলে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে,

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরকারি প্রতিষ্ঠান, স্কুলের পর এবার হাসপাতাল। শহরে ফের বোমাতঙ্ক। মঙ্গলবার শহরের একাধিক সরকারি হাসপাতালকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি মেইল আসে। তারপরেই খবর যায় লালবাজারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশের বম্ব স্কোয়াড। কার্যত চিরুনি তল্লাশি চালানো হয়। তবে শেষ পর্যন্ত কিছুই উদ্ধার হয়নি বলে খবর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে এসএসকেএম হাসপাতালে একটি হুমকি মেইল আসে। যেখানে বলা হয়, বোমা মেরে অ্যাকাডেমিক বিল্ডিং উড়িয়ে দেওয়া হবে। শহরের এই হাসপাতালে কলকাতার বাইরেও একাধিক রাজ্য থেকে সাধারণ মানুষ আসেন চিকিৎসার কারণে। ফলে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্যদিকে পুলিশ সূত্রে খবর, রাজ্যের পাশাপাশি দেশের অন্যত্রও হুমকি মেইল আসে। কে বা কারা এই হুমকি মেইল পাঠিয়েছে, তাঁর তদন্তে নেমেছে কলকাতা পুলিশ। যদিও পুলিশের প্রাথমিক অনুমান, মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করতেই এই মেইল।

প্রসঙ্গত, মাস কয়েক আগেও ঠিক একইভাবে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে শহরের একাধিক স্কুলে। বাদ যায়নি শতাব্দী প্রাচীন ভারতীয় জাদুঘরও। সেবারও ঠিক একইভাবে হুমকি মেইল আসে। যদিও তদন্তে নেমে কোনও বোমা খুঁজে পাইনি পুলিশ। সূত্রের খবর, ভুয়ো মেইল আইডি তৈরি করে শুধুমাত্র সাধারণ মানুষের মধ্যে অতঙ্ক সৃষ্টি করতেই এইরকম হুমকি দেওয়া হয়েছিল।