ঠিক যেন সিনেমা! বাড়ির দরজার কাছে পড়ে রঙিন কাগজে মোড়া উপহার। কিন্তু ভিতরে আসলে রয়েছে বোমা। তবে এবার পর্দায় নয়, বাস্তবেই এমন ঘটনা ঘটেছে দেগঙ্গার চৌরাশিয়া পঞ্চায়েত এলাকায়। বুধবার সকালে দেগঙ্গার চৌরাশিয়া পঞ্চায়েত প্রধান, তৃণমূল নেতা বাপ্পা মণ্ডলের বাড়ির সামনে রাখা ছিল রঙিন কাগজে মোড়া একটি বাক্স। উপহার পেলে কার না ভালো লাগে। তবে বেনামী উপহার সন্দেহজনকও বটে। সেই কথা মাথায় রেখেই পরিবারের বাকিদের ডেকে খুব সাবধানে খোলা হয় সেই উপহার। কাগজ খুলতেই দেখা যায় মিষ্টির বাক্স। কিন্তু তখনও চমক বাকি! মিষ্টির বাক্সে মন্ডা-মিঠাইয়ের বদলে রয়েছে তাজা দুটি বোমা। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন সকলেই। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে।
দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কে রয়েছে ঘটনার নেপথ্যে বা কি উদ্দেশ্যে এই ‘পার্সেল বোমা’ পাঠানো হয়েছে তা নিয়ে অবশ্য কিছুই মন্তব্য করতে পারেননি পঞ্চায়েত প্রধান। তবে তাঁর বক্তব্য, সম্পূর্ণ রাজনৈতিক ঈর্ষার কারণেই এমন ঘটানো হয়েছে। কলকাঠি নাড়ছে বিরোধী দল। কিন্তু এভাবে তাঁকে ভয় দেখানো সম্ভব নয় তা তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন। বেনামী পার্সেলে করে বোমা পাঠানো বিষয়টি অনেক কাল আগের পদ্ধতি। সম্প্রতি এমন ঘটনার নজির নেই। তবে দেগঙ্গার এই ঘটনায় পুরানো সেই আতঙ্ক ফিরে আসার আশঙ্কা করছে স্থানীয়রা।