কেতুগ্রামে শৌচাগারে বোমা বিস্ফোরণ, এলাকায় চাঞ্চল্য

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ৭ জুন — শৌচাগারে রাখা বোমা বিস্ফোরণ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কেতুগ্রামে। আর এই ঘটনায় ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। যদিও বোমা বিস্ফোরণে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাটমুড় গ্রামের শ্যামল ঘোষ নামে ওই বাসিন্দার বাড়িতে হটাৎ শৌচাগারে বিকট শব্দ হয়। বাড়ির কিছুটা দূরেই ওই শৌচাগারের অবস্থান। বাড়ির লোকজন কাছে গিয়ে দেখেন, বিস্ফোরণের জেরে কার্যত গোটা শৌচাগার ভেঙে পড়েছে। শৌচাগারের ছাদ ও দেওয়ালের বেশিরভাগ অংশ ধসে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে।

জানা গিয়েছে, যে ব্যাক্তির শৌচাগারে বিস্ফোরণ ঘটে, তিনি ওই এলাকায় একজন সিপিএম কর্মী বলে পরিচিত। তবে কে বা কারা ওই বোমা মজুত রেখেছিল, তা পুলিশ খতিয়ে দেখা শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শৌচাগার ব্যাবহার হতো না। সেটি পরিত্যক্ত অবস্থায় ছিল।