• facebook
  • twitter
Friday, 22 November, 2024

পরিত্যক্ত কোয়ার্টার থেকে উদ্ধার যুব মোর্চা নেতার দেহ

অমিত শাহের বঙ্গ সফরের মধ্যেই কাশীপুর-বেলগাছিযা যুব মোর্চার মণ্ডল সভাপতির রহস্য মৃত্যু। যদিও পরিবারের অভিযোগ খুন করা হয়েছে অর্জুন চৌরাসিয়া।

অমিত শাহের বঙ্গ সফরের মধ্যেই কাশীপুর-বেলগাছিযা যুব মোর্চার মণ্ডল সভাপতির রহস্য মৃত্যু। যদিও পরিবারের অভিযোগ খুন করা হয়েছে অর্জুন চৌরাসিয়া।

আজ সকালে স্থানীয় একটি পরিত্যক্ত রেল কোয়ার্টার থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ।

আর মৃতদেহ পাওয়ার পর থেকেই ২৬ বছরের এই বিজেপির কর্মীর মৃত্যু ঘিরে তুলকামাল শুরু হয়। স্থানীয় ঘোষ বাগান এলাকার বাসিন্দা ছিলেন অর্জুন।

পারিবারিক সূত্রে খবর, বেসরকারী চাকুরে অর্জুন বৃহস্পতিবারই বেতন নিয়ে বাড়িতে আসেন। পরে রাত ৮ টা নাগাদ বাড়ি থেকে বের হলেও সারারাত বাড়ি ফেরেন নি অর্জুন।

আজ সকালে স্থানীয় বাসিন্দা রা তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান। এর পরই শুরু হয় তীব্র উত্তেজনা।

ঘটনা স্থলে পৌঁছন বিজেপি উত্তর কলকাতা জেলা সভাপতি কল্যাণ চৌবে, মিনা দেবী পুরোহি ত’রা। দেহ নিতে বাঁধা দেওয়া হয় পুলিশকে।

এমনকী রাস্তা অবরোধ করে দেন স্থানীয়রা। দফায় দফায় স্থানীয় দের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়।

ঘটনা স্থলে আসে বিশাল পুলিশ বাহিনী, ফরেন্সিক টিম। আসে আরপিএফ। উত্তরবঙ্গ থেকে ফিরে মৃত অর্জুনের বাড়ি আসছেন অমিত শাহ।