• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার ফুটবলার দেবাশিস প্রধানের

মহামেডান স্পোর্টিং ক্লাবের প্রাক্তন ফুটবলারের রহস্যমৃত্যু। ঘর থেকে উদ্ধার হল ফুটবলার দেবাশিস প্রধানের দেহ।

মহামেডান স্পোর্টিং ক্লাবের প্রাক্তন ফুটবলারের রহস্যমৃত্যু। ঘর থেকে উদ্ধার হল ফুটবলার দেবাশিস প্রধানের দেহ। ২০১৭-১৮ মরসুমে কলকাতার তিন প্রধানের অন্যতম মহামেডান স্পোর্টিং ক্লাবে সাইড ব্যাক পজিশনে খেলেছেন দেবাশিস। যদিও ফুটবল কেরিয়ারে বিশেষ এগোতে পারেননি তিনি। তাঁর মৃত্যুতে ক্রীড়ামহলে শোকের ছায়া নেমে এসেছে।

দেবাশিস প্রধানের পরিবারের দাবি, বুধবার গভীর রাতে নিজের বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন দেবাশিস। বৃহস্পতিবার সকালে বছর সাতাশের ওই ফুটবলারের দেহ উদ্ধার করে শিবপুর বোটানিক্যাল গার্ডেন থানার পুলিশ। তাঁর মৃত্যু ঘিরে একাধিক প্রশ্নের সৃষ্টি হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদেই আত্মঘাতী হয়েছেন তিনি।

মহামেডান ছাড়াও শহরের বেশ কিছু ক্লাবের হয়ে খেলেছেন দেবাশিস প্রধান। পি কে চৌধুরী রোডের বাসিন্দা দেবাশিস খেলার পাশাপাশি হাওড়া সিটি পুলিশে সিভিক ভলান্টিয়ারের কাজ করতেন। শিবপুর পুলিশ লাইনের টেলিকম ডিপার্টমেন্টে পোস্টিং ছিল তাঁর।

দেবাশিসের মৃত্যুতে মহামেডান স্পোর্টিং ক্লাব সোশাল মিডিয়ায় শোকবার্তা প্রকাশ করেছে। পুলিশ সূত্রে খবর, তাঁর ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। কী কারণে তাঁর মৃত্যু হল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতিমধ্যে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে পিকে চৌধুরী রোডের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন দেবাশিস। কিন্তু কী কারণে তিনি আত্মহত্যা করলেন, তা স্পষ্ট নয়। তাঁর ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। মানসিক অবসাদেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে মনে করছে পুলিশ।