সাতসকালে জোড়া মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে। মৃতদের নাম – দেবাশিস মণ্ডল (২২) ও বাপ্পা মাঝি (২৫)। বাঁকুড়ার শালতোড়া থানার কাঁটাবাইদ গ্রামের বাসিন্দা ছিলেন তাঁরা। বাইক দুর্ঘটনার জেরেই তাঁদের মৃত্যু হয়েছে নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বাইকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুই যুবক রাস্তার ধারে স্তূপ করে রাখা ইটের গাদায় ধাক্কা মারেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। রবিবার সকালে গঙ্গাজলঘাটি থানার শালবেদিয়া গ্রামের মানুষ দেখেন, রাস্তার ধারে স্তূপ করে রাখা ইটের পাশে দুই যুবকের মৃতদেহ পড়ে রয়েছে। অদূরে পড়ে রয়েছে একটি বাইক। এরপর গঙ্গাজলঘাটি থানার পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে। পরে কাঁটাবাইদ গ্রামে খবর গেলে মৃত দুই যুবকের পরিবার অমরকানন গ্রামীণ হাসপাতালে গিয়ে তাঁদের শনাক্ত করে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত দুই যুবক জেলার বাইরে কাজ করতে গিয়েছিলেন। গ্রামে হরিনামের আয়োজন হওয়ার কারণে বাড়ি ফিরে আসেন তাঁরা। শনিবার রাত সাড়ে দশটা নাগাদ দুই বন্ধু একটি বাইকে চড়ে বেরিয়ে পড়েন। রাতে আর তাঁরা বাড়িতে ফেরেনি। রবিবার সকালে রাস্তায় ধারে তাঁদের দেহ পড়ে থাকতে দেখা যায়। ওই দুই যুবকের মৃত্যু দুর্ঘটনার কারণে নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।