• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বঙ্গ রাজনীতিতে বিজেপির হোঁচট, মন্তব্য সুকান্তর

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: ২০২৪ -এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের অনেকগুলি আসনেই ভরাডুবি ঘটে বিজেপির৷ ৪২টি আসনের মধ্যে মাত্র ১২টি আসন পেয়েছিল পদ্ম শিবির৷ আর এই ভরাডুবির পর থেকেই উঠে আসে একাধিক কারণ৷ এই ভরাডুবি নিয়েই বড়সড় মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ গেরুয়া শিবির সূত্রের খবর অনুযায়ী, সোমবার সল্টলেকের দলীয় কার্যলয়ে রুদ্ধদার বৈঠক করে বিজেপি৷

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: ২০২৪ -এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের অনেকগুলি আসনেই ভরাডুবি ঘটে বিজেপির৷ ৪২টি আসনের মধ্যে মাত্র ১২টি আসন পেয়েছিল পদ্ম শিবির৷ আর এই ভরাডুবির পর থেকেই উঠে আসে একাধিক কারণ৷ এই ভরাডুবি নিয়েই বড়সড় মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ গেরুয়া শিবির সূত্রের খবর অনুযায়ী, সোমবার সল্টলেকের দলীয় কার্যলয়ে রুদ্ধদার বৈঠক করে বিজেপি৷ সেখান থেকে রাজ্যের দলীয় নেতাদের উদ্দেশ্যে বার্তা দেন সুকান্ত মজুমদার৷

নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, সবসময় ইডি, সিবিআই-এর উপর ভরসা করা যাবেনা৷ তার পাশাপাশি তিনি বলেন যে, বুথকে শক্তিশালী করতে হবে। তবেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মোকাবিলা করা সম্ভব হবে৷  অন্যদিকে বহু আগে থেকেই শাসক দলের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হয়েছে বলে বারংবার এমনটাই অভিযোগ উঠে এসেছে৷

তবে ইডি এবং সিবিআই-এর উপর নির্ভরতার বিষয়টি স্বীকার করে নেন তিনি৷ গেরুয়া শিবিরের অনেকাংশই সমর্থন করেছে বিজেপি-র রাজ্য সভাপতিকে৷ কেন্দ্রীয় এজেন্সির হাতেই গ্রেফতার হবে তৃণমূল নেতারা। কিন্তু তা দিয়ে দলের সংগঠন বৃদ্ধি পাবেনা বলে সাফ জানিয়েছেন তিনি৷ বারংবার ইডি, সিবিআইকে হাতিয়ার করেছে বিরোধী শিবির৷ এর ফলে দল কমজোর হয়ে পড়েছে বলে মত নেতাকর্মীদের৷

বৈঠকে উঠে আসে একাধিক অভিযোগ৷ আলোচনা চলাকালীন সাংসদ জগন্নাথ সরকার দাবি করেন , রানাঘাটে সংগঠন তাঁর বিরুদ্ধে কাজ করেছে৷ আবার অন্যদিকে মহিলা সংগঠন অভিযোগ করে, মহিলাদের জন্য ৩৩% আসনের কথা বলা হলেও সেই বিষয়ে তেমন গুরত্ব দেওয়া হয়না বলে অভিযোগ মহিলা সংগঠনের৷

তবে কী আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী থেকে শুরু করে সংগঠনের ক্ষেত্রে নতুন কোনও ম্যাজিক আনতে চলেছে গেরুয়া শিবির! সেই দিকেই তাকিয়ে রয়েছে বঙ্গ রাজনীতির একাংশ৷