রানাঘাটে বিজেপির মুকুট এবার তৃণমূলে, বড় জয় অভিষেকের

কলকাতা, ৭ মার্চ: গতকালই তৃণমূল শিবিরে ভাঙ্গন ধরিয়ে বিজেপি-তে যোগ দেন প্রাক্তন বিধায়ক তাপস রায়। এবার আজ গেরুয়া শিবিরকে জোর ধাক্কা দিয়ে তার পাল্টা দিল তৃণমূল। রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী সদলবলে যোগ দিলেন ঘাসফুল শিবিরে। আজ, বৃহস্পতিবার কলেজ স্কোয়ারে মহিলা তৃণমূল কংগ্রেসের একটি মিছিলে এই যোগদান পর্ব সারেন বিধায়ক মুকুটমণি অধিকারী। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শাসক শিবিরে যোগ দেন তিনি। আজ নারী দিবসের একটি মিছিলে হাঁটতে দেখা যায় মুকুটমণিকে। তাঁর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এই যোগদানের ফলে বড় ধাক্কা খেল বিজেপি। রানাঘাট দক্ষিণ মূলত মতুয়া অধ্যুষিত এলাকা। সেখানকার বিধায়ককে দলে টেনে গেরুয়া শিবিরে ভাঙ্গন ধরালেন মুকুটমণি। এই যোগদানের পর বিধায়ক জানিয়েছেন, ‘মানুষের জন্য কাজ করতে পারছিলাম না। যে কারণে ভোটে জিতেছি, সেটাই করতে পারছি না। তাই তৃণমূলে এলাম। পাশাপাশি গোটা এলাকায় একটা অশান্তির পরিবেশ তৈরি করেছে বিজেপি। নদীয়ার মানুষ হতাশ।’