পঞ্চায়েত হাত ছাড়া বিজেপির, দখলের পথে তৃণমূল কংগ্রেস

প্রতীকী ছবি (File Photo: IANS)

২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা দুই ব্লকের অন্তরগত গােয়ালতােড় থানার মাকলি গ্রামপঞ্চায়েতের ১১ টি আসনের মধ্যে ৬ টি আসনে জয় লাভ করে বিজেপি ও ৫ টি আসনে জয় লাভ করে তৃণমূল কংগ্রেস।

ফলে ওই গ্রামপঞ্চায়েতের দখল নেয় বিজেপি। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে শালবনি বিধানসভা থেকে তৃতীয়বার বিধায়ক হিসাবে নির্বাচিত হয়ে তৃণমূল কংগ্রেসের বিধায়ক রাজ্যের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

তাই রাজ্যের প্রতি মন্ত্রী শ্রীকান্ত মাহাতাের হাত ধরে মালি গ্রাম পঞ্চায়েতের দুই জন বিজেপির পঞ্চায়েত সদস্য বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেস দলে যােগ দান করেন। যার ফলে মাকলি গ্রামপঞ্চায়েতে বিজেপি ৬ থেকে দুই কমে হল চারজন এবং তৃণমূলের পাঁচ থেকে দুই বেড়ে হল সাত জন।


যার ফলে মাকলি গ্রাম পঞ্চায়েত বিজেপির হাত ছাড়া হতে চলেছে এবং ঐ গ্রাম পঞ্চায়েতটি দখল করতে চলেছে তৃণমূল কংগ্রেস।