• facebook
  • twitter
Tuesday, 8 April, 2025

মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘােষ

আগামী ৬ই অক্টোবর খড়গপুরের বিদ্যাসাগর শিল্পতালুকে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠককে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘােষ।

দিলীপ ঘােষ (Photo: IANS)

আগামী ৬ই অক্টোবর খড়গপুরের বিদ্যাসাগর শিল্পতালুকে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠককে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘােষ। খড়গপুরের ১০ নং ওয়ার্ডে শনিবার সকালে তৃণমূল থেকে বিজেপিতে যােগ দেন কিছু কর্মী সমর্থক। সেই উপলক্ষে দিলীপ ঘােষ বলেন, প্রশাসনিক বৈঠক নয়, উনি নির্বাচনী বৈঠক করছেন।

এই সব বৈঠকে কেন্দ্রের সমালােচনা করছেন। লােকের মন পাওয়ার জন্য। আর নেতা নেই। আসলে কাউকে উনি বিশ্বাস করেন না। ওনাকে লােক বিশ্বাস করে না, এটা নির্বাচনে উনি বুঝে যাবেন। দশ বছর উনি কি করছেন, মানুষ তার জবাব চাইবে। উপস্থিত ছিলেন জেলা সহ সভাপতি গৌতম ভট্টাচার্য, অভিষেক আগরওয়াল প্রমুখ।

News Hub