শুক্রবার রাজ্য বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে জয়ী বিজেপি প্রার্থীদের জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়ােজন করা হয়।উপস্থিত ছিলেন নবনির্বাচিত সাংসদ দিলীপ ঘােষ, লকেট চট্টোপাধ্যায়,দেবশ্রী চৌধুরি।তাঁদের সংবর্ধিত করেন বিজেপি কর্মী-সমর্থকরা।
লােকসভা নির্বাচনে ‘গেরুয়া ঝড়’ প্রসঙ্গে বলতে গিয়ে দিলীপ ঘােষ জানান, রাজ্যবাসী এতদিন পর সঠিক বিকল্প খুঁজে পেয়েছেন।বিজেপির ওপর ভরসা রাখার জন্য সাধারণ মানুষকে ধন্যবাদও জানান বিজেপির রাজ্য সভাপতি।পাশাপাশি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে এদিন তাঁর মন্তব্য,তীর্থযাত্রা করে ওনার মাথা ঠান্ডা করা উচিত।এদিকে এদিন বিস্ফোরক দাবি করেন লকেট চট্টোপাধ্যায়।
তিনি জানান,২০২১ সালের আগেই রাজ্য সরকার ভেঙে যাবে।তিনি এও জানান , এমনকি সিঙ্গুরে টাটা গােষ্ঠীকে ফেরানাের জন্য তিনি ১০০ শতাংশ চেষ্টা করবেন। তাঁর কথায় শিল্প এবং কৃষি দুটোই সমানভাবে গুরুত্বপূর্ণ।বাংলার চাষিদের তৃণমূল কংগ্রেস সরকার শুধু ব্যবহার করেছে বলেও এদিন অভিযােগ তােলেন তিনি।
এদিকে লােকসভা নির্বাচন বাংলায় গেরুয়া ঝড়ের তীব্রতা দেখে ২০২১ এর নির্বাচনের আগাম প্রস্তুতি নিতে চাইছে গেরুয়া শিবির।তাই এখনই ‘বিশ্রাম’ না করে সংগঠন গােছানাের দিকে মন দিতে দলীয় নেতা কর্মীদের নির্দেশ দিচ্ছে রাজ্য নেতৃত্ব,জানা গেছে এমনটাই।