নবান্নে আয়োজিত আদিবাসী ও পিছিয়ে পড়া জনজাতির জন্য উপদেষ্টা পরিষদের বৈঠক এড়ালেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। আদিবাসী সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ প্রতিনিধি হওয়ায় মালদহ উত্তরের এই বিজেপি সাংসদকে নবান্নের বৈঠকে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু সোমবার আয়োজিত এই বৈঠক এড়ালেন খগেন। তাঁর যুক্তি, এসব বৈঠকে কাজের কাজ কিছু হয় না। তাই তিনি এই বৈঠকে যোগ দেননি।
বর্তমানে খগেন মুর্মু ঝাড়খণ্ডে বিজেপি দলের হয়ে প্রচারে ব্যস্ত রয়েছেন। নবান্নের বৈঠকে যোগ না দেওয়ার এটিও একটি বড় কারণ বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। যদিও খগেন মুর্মুর এই ভূমিকায় প্রশ্ন তুলেছেন শাসকদলের নেতা কর্মীরা। তাঁদের দাবি, সাংসদ আদিবাসীদের পাশে দাঁড়াতে চাইছেন না। তাই আদিবাসীদের উন্নয়নের জন্য ডাকা বৈঠকে হাজির ছিলেন না।
সোমবার নবান্নে আদিবাসী উপদেষ্টা কমিটির বৈঠক ছিল। এই বৈঠকেই খগেনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বৈঠকে যোগ না দিয়ে বিজেপির এই সাংসদ অভিযোগ করেন, বৈঠকের কোনও এজেন্ডা নেই। কী বিষয়ে আলোচনা হবে, তারও ঠিক নেই। পাশাপাশি তাঁর অভিযোগ এই সব কমিটি বা বৈঠকের সারবত্তা নেই। শুধু বৈঠক হয়। কাজের কাজ কিছু হয় না। আদিবাসীদের অনেক সমস্যা। সেইসব সমস্যার কথা বৈঠকে আলোচনা হয় না, সমাধানও হয় না। বিজেপি সাংসদের কথায়, এর আগে উত্তরকন্যাতেও একবার বৈঠক হয়েছে। সেখানে তিনি উপস্থিত ছিলেন।
সাংসদ খগেন মুর্মু দাবি করেন, বৈঠকের একটি নির্দিষ্ট এজেন্ডা থাকতে হবে। আদিবাসীদের উন্নতি সাধন করতে হবে। যদিও খগেন মুর্মুর এই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন শাসকদল। তাঁদের কটাক্ষ, বিরোধীরা প্রায়ই অভিযোগ করে তাঁদের বৈঠকে ডাকা হয় না। কিন্তু এবার আমন্ত্রণ পেয়েও বৈঠকে এলেন না বিজেপি সাংসদ।