• facebook
  • twitter
Friday, 22 November, 2024

সন্ন্যাসীকে হেনস্থার অভিযোগ বিজেপি  সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে

মারধর হয়ে থাকলে তা দল সমর্থন করে না বলে জানিয়ে দিয়েছে বিজেপি। তবে তাঁদের দাবি, বিষয়টি ব্যক্তিগত হতে পারে। পাশাপাশি তাঁরা জানিয়েছেন, দল আশ্রমের মহারাজের পাশে আছে।

কোচবিহারের সিতাইয়ে রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের এক সন্ন্যাসীকে শারীরিক হেনস্থার অভিযোগ উঠল বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। রবিবার বিকেলে আশ্রমে গিয়ে অনন্ত মহারাজ সন্ন্যাসীকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

আক্রান্ত ব্যক্তির নাম বিজ্ঞদানন্দ তীর্থনাথ মহারাজ। রবিবার আশ্রমে ঢুকে অনন্ত মহারাজ ও তাঁর অনুগামীরা ওই সন্ন্যাসীকে গালিগালাজ করেন। তারপর মারধর করতে থাকেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোনও একটি বিষয়ে বিজ্ঞদানন্দের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন অনন্ত মহারাজ। এর জেরেই তাঁকে গালিগালাজ করে মারধর করেন রাজ্যসভার সাংসদ।

এই ঘটনার খবর পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। আশ্রমে ঢুকে এভাবে কোনও সন্ন্যাসীর উপর আক্রমণের ঘটনার নিন্দা করেছে তৃণমূল কংগ্রেসও। অনন্তকে ‘বহিরাগত’ বলে আক্রমণ শানিয়েছেন কেউ কেউ। সন্ন্যাসীকে মারধরের ঘটনায় অনন্ত মহারাজের শাস্তির দাবিতে সরব হয়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। আশ্রমের পড়ুয়া ও অন্যান্য আবাসিকরাও এই ঘটনায় ব্যাপকভাবে ক্ষুব্ধ। বিক্ষোভকারীদের দাবি, অনন্ত মহারাজকে আশ্রমে এসে আক্রান্ত সন্ন্যাসীর পা ধরে ক্ষমা চাইতে হবে।

এবিষয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন তৃণমূলের একাধিক নেতৃত্ব। তৃণমূল সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, বিধায়ক উদয়ন গুহ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। পাশাপাশি অবিলম্বে রাজ্যসভার বিজেপি সাংসদের শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। তাঁদের কথায়, এই ঘটনা মেনে নেওয়া যায় না। সন্ন্যাসীকে মারধরের ঘটনা ‘লজ্জাজনক’ বলেও মন্তব্য করেন তৃণমূল নেতৃত্ব।
অপরদিকে, মারধর হয়ে থাকলে তা দল সমর্থন করে না বলে জানিয়ে দিয়েছে বিজেপি। তবে তাঁদের দাবি, বিষয়টি ব্যক্তিগত হতে পারে। পাশাপাশি তাঁরা জানিয়েছেন, দল আশ্রমের মহারাজের পাশে আছে।