কোচবিহারের সিতাইয়ে রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের এক সন্ন্যাসীকে শারীরিক হেনস্থার অভিযোগ উঠল বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। রবিবার বিকেলে আশ্রমে গিয়ে অনন্ত মহারাজ সন্ন্যাসীকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
এই ঘটনার খবর পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। আশ্রমে ঢুকে এভাবে কোনও সন্ন্যাসীর উপর আক্রমণের ঘটনার নিন্দা করেছে তৃণমূল কংগ্রেসও। অনন্তকে ‘বহিরাগত’ বলে আক্রমণ শানিয়েছেন কেউ কেউ। সন্ন্যাসীকে মারধরের ঘটনায় অনন্ত মহারাজের শাস্তির দাবিতে সরব হয়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। আশ্রমের পড়ুয়া ও অন্যান্য আবাসিকরাও এই ঘটনায় ব্যাপকভাবে ক্ষুব্ধ। বিক্ষোভকারীদের দাবি, অনন্ত মহারাজকে আশ্রমে এসে আক্রান্ত সন্ন্যাসীর পা ধরে ক্ষমা চাইতে হবে।