• facebook
  • twitter
Thursday, 10 April, 2025

শিবরাত্রিতে গলায় সাপ জড়িয়ে বিতর্কে পুরুলিয়ার বিজেপি নেতা

শিবরাত্রিতে গলায় গোখরো জড়িয়ে ফেসবুকে ছবি ছেড়েছিলেন বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি বিবেক রাঙ্গা। আর এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্কের ঝড় উঠেছে।

শিবরাত্রিতে গলায় গোখরো জড়িয়ে ফেসবুকে ছবি ছেড়েছিলেন বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি বিবেক রাঙ্গা। আর এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্কের ঝড় উঠেছে। বিষয়টি নিয়ে আপত্তি তুলেছে শাসক দল তৃণমূল সহ এলাকার বহু মানুষ। আইনত বিষধর এই সাপকে নিয়ে ছবি তোলা দণ্ডনীয় অপরাধ। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া শহরের গাড়িখানা এলাকায়। বিষয়টি খতিয়ে দেখছে কংসাবতী উত্তর বনবিভাগ দফতর।

সূত্র থেকে জানা যাচ্ছে, পুরুলিয়া শহরের গাড়িখানা এলাকায় শিবরাত্রি উপলক্ষে এলাহি আয়োজন করা হয়েছিল। এতে যুক্ত ছিল একাধিক সংস্থা। শিব-অভিষেক থেকে শুরু করে শোভাযাত্রা, ভজন, প্রসাদ বিতরণ আরও নানা অনুষ্ঠান হয়েছে। সেখানেই পুরুলিয়া মফস্বল থানা এলাকা থেকে ১০ থেকে ১২টি বেদে এসেছিল। তাঁদের থেকে সাপ নিয়ে অনেকেই ছবি তুলেছিল। বাদ পড়েননি পুরুলিয়ার বিজেপি জেলা সভাপতি বিবেক রাঙ্গা। হাসিমুখে ছবি তুলে তা আবার ফেসবুকেও পোস্ট করেন তিনি। আর তা থেকেই বিতর্কের সূত্রপাত। শাসক দল তৃণমূলের লোকেরা কোমর বেঁধে ছুটে আসে। তাঁরা অভিযোগ তুলেছে বিজেপি জেলা সভাপতি ধর্মীয় প্রচারের জন্য বন্যপ্রাণীকে উত্যক্ত করেছেন। এই ঘটনার জন্য আইনত কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা।

ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, ১৯৭২ অনুযায়ী কোনো বন্যপ্রাণীকে এভাবে সর্বসম্মুখে দেখানো বা তাদের বিরক্ত করা দণ্ডনীয় অপরাধ। জঙ্গলমহলের এই জেলা বন্যপ্রাণীদের এই বিষয় সম্পর্কে সবসময় সজাগ থাকেন। পূর্বে, হরিণ শিকার, চিতাবাঘের মৃত্যুর মতো ঘটনায় নাম থাকলেও বর্তমানে বনদপ্তরের প্রচারের ফলে সচেতন হয়েছেন গ্রামবাসী। রয়্যাল বেঙ্গল টাইগার জিনাত ও তার সঙ্গীকেও এই জেলার মানুষজন কোনরূপ বিরক্ত করেননি। তাই এই ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে বিজেপি নেতাকে।

বিজেপি নেতা বিবেক রাঙ্গা অবশ্য এই সাপেক্ষে নিজস্ব যুক্তি দেখিয়েছেন। তাঁর মতে, বেদেদের থেকে নেওয়া হয়েছিল এই সাপ। ফলত, গোখরো হলেও বিষধর ছিল না। তবে বনবিভাগ এই বিষয়টি দেখছেন। প্রয়োজন পড়লে আইনি পদক্ষেপ নেবেন বলেও জানিয়েছেন তাঁরা।