মহিলার শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতা

প্রতীকী চিত্র

এক মহিলার শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হলেন বিজেপি নেতা। পূর্ব বর্ধমানের ভাতার থানা এলাকার মাহাচান্দা গ্রামের ঘটনা। সূত্রের খবর, নির্যাতিতা মহিলাও বিজেপির সদস্য। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে।

ধৃত বিজেপি নেতার নাম অনুপম বৈরাগ্য। তিনি দলের ৩ নম্বর মণ্ডলের সভাপতি। ওই মহিলা কর্মীর সঙ্গে অশালীন আচরণ ও তাঁর ছবি সমাজ মাধ্যমে পোস্ট করার অভিযোগ উঠেছে অনুপমের বিরুদ্ধে।

মাহাচান্দা গ্রামে অনুপম বৈরাগ্যর একটি দোকান আছে। এর আগে ওই মহিলা নেত্রী ভাতার থানায় অভিযোগ দায়ের করেছিলেন। খারাপ ব্যবহার, মোবাইল কেড়ে নেওয়া, মোবাইল থেকে ছবি নিয়ে বিকৃতি করে সমাজ মাধ্যমে দেবার অভিযোগ ছিল বিজেপি নেতার বিরুদ্ধে।


কয়েক দিন আগে ফের অভিযোগ জানান ওই মহিলা। এরপর পুলিশ বিজেপি নেতাকে গ্রেপ্তার করে। যদিও যাঁর বিরুদ্ধে অভিযোগ সেই বিজেপি নেতার দাবি, তাঁকে পরিকল্পনা করে ফাঁসানো হয়েছে। অন্যদিকে বিজেপি সূত্রে জানা গিয়েছে, অনুপমকে আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে।